মাত্র ৩ দিন আগে বাংলাদেশ সফর শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মিরপুরের কঠিন পিচে স্বাগতিক বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে গেলেও চট্টগ্রামে অন্যরকম এক ওয়েস্ট ইন্ডিজ দলকে দেখা গেছে। অবশ্য ফরম্যাট বদলে সেখানে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে এবং ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশকে।
এবার সেই উজ্জীবিত ওয়েস্ট ইন্ডিজের লড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে। নিউজিল্যান্ড সফরে ৫ ম্যাচের টি২০ সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। অত্যাসন্ন এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)।
বাংলাদেশ সফরে টি-২০ সিরিজ খেলা দলটিতে আছে কিছু পরিবর্তন। বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার গুড়াকেশ মোতি। বাংলাদেশের বিপক্ষে ৩ ওয়ানডে খেলে ৪ উইকেট নিলেও তিনি মাত্র একটি টি-২০ খেলেন। বাজে পারফর্ম্যান্সের জন্যই মূলত বাদ পড়েছেন তিনি। তাছাড়া বাংলাদেশের মতো নিউজিল্যান্ডের মাটিতে স্পিনাররা খুব বেশি কার্যকর হবেন না।
এ কারণেই পেসারদের সংখ্যা বাড়ানো হয়েছে। দীর্ঘদিন পর ফিরেছেন ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার শামার স্প্রিঙ্গার। উইন্ডিজ জার্সিতে গত বছর শ্রীলঙ্কা সফরে মাত্র ২ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তার সঙ্গে ফিরেছেন ৮ টি-টোয়েন্টি খেলা পেসার ম্যাথু ফোর্ড। এ বছর জুলাইয়েই তিনি ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেন। এরপর ইনজুরিতে ছিটকে পড়েন।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ থেকে ১৩ নভেম্বর ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ৫ ও ৬ নভেম্বর অকল্যান্ডে দুই টি-টোয়েন্টি, ৯ ও ১০ নভেম্বর নেলসনে পরের দুটি ম্যাচ এবং ডানেডিনে ১৩ নভেম্বর শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
নিউজিল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল :
শাই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, আকিম অগাস্টে, রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, জ্যাসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, ব্র্যান্ডন কিং, খারি পিয়েরে, রোভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও শামার স্প্রিঙ্গার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















