জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো পাকিস্তান। বোলারদের নৈপূণ্যে নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়েছে বাবর আজমের দল। টস হেরে প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে ২৮৬ রানে অআউট হয় পাকিস্তান। জবাবে ৪১ ওভারে ২০৫ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস।
হায়দরাবাদ রাজিব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। ৩৮ রানের মধ্যেই ৩ উইকেট হারায় তারা। দলীয় ১৫ রানে ফখর জামান, ৩৪ রানে অধিনায়ক বাবর আজম ও ৩৮ রানে ইমাম-উল-হক আউট হয়েছেন। ফখর জামান ১২, বাবর আজম ৫ ও ইমাম উল হক ১৫ রান করে আউট হয়েছেন।
চাপে পড়া পাকিস্তানকে এগিয়ে নিয়েছেন মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিল। হাফ সেঞ্চুরি করেছেন দু’জনই। তবে শাকিল ছিলেন মারমুখী মেজাজে। ৩২ বলে হাফ সেঞ্চুরি করেন সৌদ শাকিল। আর ৫৯ বলে ফিফটির দেখা পেয়েছেন রিজওয়ান। ১১৪ বলে ১২০ রানে থামে তাদের জুটি। ৫২ বলে ৬৮ রান করেছেন শাকিল। এরপর রিজওয়ানও আউট হয়েছেন ৬৮ রান করে। ইফতিখার আহমেদ বেশিক্ষণ টিকতে পারেন নি। ৯ রান করে ফিরেছেন।
এরপর ৬৪ রানের জুটি গড়েন মোহাম্মদ নওয়াজ ও শাদাব খান। ৩২ রানে শাদাব আউট হলে ভাঙ্গে এই জুটি। হাসান আলী এক বল খেলে কোনো রান না করেই আউট হয়েছেন। পাকিস্তান ৩০০ রানের সম্ভাবনা জাগালেও নওয়াজ ৩৯ রান করার পর, রান আউট হলে তা আর হয়ে উঠেনি। ৪৯ ওভারে ২৮৬ রানে অল আউট হয় পাকিস্তান। হারিস রউফ ১৬ রান করেন। ১৩ রানে অপরাজিত ছিলেন শাহিন শাহ আফ্রিদি। নেদারল্যান্ডসের সবচেয়ে সফল বোলার বাস ডি লিডি। ৬২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি।
২৮৭ রানের টার্গেটে শুরুতে চাপে পড়লেও পাকিস্তানের সাথে সমান তালে লড়েছে নেদারল্যান্ডস। যদিও শেষ দিকে উইকেট হারিয়ে ছন্দ হারিয়ে ফেলে তারা। ২৮ রানে প্রথম উইকেট ও ৫০ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ৭০ রানের জুটি গড়ে নেদারল্যান্ডসকে পথে রেখেছিলেন বিক্রমজিত সিং ও ডি লিডি। এরপর আর বড় কোনো জুটি গড়তে পারেনি তারা। বিক্রমজিত সিং ৫২ রান করে আউট হয়েছেন। তার আউটের পর অনেকটা ছন্নছাড়া হয়ে পড়ে নেদারল্যান্ডসের ব্যাটিং। যদিও একপ্রান্ত আগলে রাখেন বাস ডি লিডি। কিন্তু তিনি ৬৮ বলে ৬৭ রানে নওয়াজের বলে বোল্ড আউট হলে লড়াই থেকে ছিটকে পরে নেদারল্যান্ডস। ৩৩ ওভার ২ বলে তখন তাদের সংগ্রহ ৭ উইকেটে ১৬৪ রান।
শেষ উইকেট জুটিতে ২৩ বলে ২১ রান করে নেদারল্যান্ডসের ইনিংসকে ২০০ এর উপর নিয়ে যান লোগান ফন বিক ও পল ফন মিকেরেন। শেষ পর্যন্ত ৯ ওভার বাকি থাকতে ২০৫ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। পাকিস্তানের হারিস রউফ তিনটি এবং হাসান আলী ২ উইকেট নিয়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











