এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটের দুই চরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচে জঙ্গি হামলার হুমকি ইসলামি স্টেট বা আইএস। বিতর্কিত সংগঠন আইএস-কে এক ছবির মাধ্যমে এই হুমকি দিয়েছে।
এবারের বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ এই ম্যাচে ‘লোন উলফ’ আক্রমণের হুমকি দিয়েছে আইএসআইএস-কে। একটি গ্রাফিক্স পোস্টারের সাহায্যে এই হুমকি দেওয়া হয়। এরপরেই নিউইয়র্ক এবং নাসাউ কাউন্টিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইন্টারনেটে যে গ্রাফিক্সটি ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে, মাথায় হুডি পরা একটি লোকের পিঠে আগ্নেয়অস্ত্র। গ্রাফিক্সের নিচের অংশে সাদা অক্ষরে লেখা, ‘তোমরা ম্যাচের অপেক্ষায় আছো’তার ঠিক নীচেই লাল রক্তবর্ণে লেখা, ‘আর আমরা আছি তোমাদের অপেক্ষায়।’
এছাড়া গ্রাফিক্সের উপরের দিকে একটি স্টেডিয়ামের উপর ড্রোন উড়ছে, এমন ছবি দিয়ে তার উপরে লেখা, ‘নাসাউ স্টেডিয়াম। ৯/০৬/২০২৪।’ আর এক পাশে ঘড়ি লাগানো একটি ডায়নামাইটের ছবিও আছে। সবমিলিয়ে গ্রাফিক্সে হুমকি স্পষ্ট।
নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার কথাও গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















