এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ১৩৪ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। আবু ধাবীর জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৩ রানের সংগ্রহ পায় লঙ্কানরা।
লঙ্কানদের ইনিংসে শুরুতেই আঘাত হানেন পাকিস্তানী পেসার শাহীন শাহ আফ্রিদি। ইনিংসের প্রথম ও তৃতীয় ওভারে আউট করেন দুই লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা। ইনিংসের দ্বিতীয় বলে গোল্ডেন ডাকের শিকার হন কুশল, ক্যাচ দেন হুসাইন তালাতের হাতে। তৃতীয় ওভারে শাহীন শাহ আফ্রিদির বলেই উইকেটরক্ষক মোহাম্মদ হারিসের তালুবন্দী হন আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা।
শুরুর ধাক্কা আর সামাল দিতে পারেনি শ্রীলঙ্কা। শুরু হয় উইকেটে নিয়মিত আসা যাওয়া। অবশ্য এর মধ্যেও ব্যতিক্রম ছিলেন কামিন্দু মেন্ডিস। শাহিনের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে তুলে নেন ইনিংস সর্বোচ্চ ৫০ রান (৪৪ বল)।
শ্রীলঙ্কার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তৃতীয় সর্বোচ্চ অপরাজিত ১৭ রান করেন চামিকা করুনারত্নের ব্যাটে। ১৫ রান আসে কুশল পেরেরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার ব্যাটে।
পাকিস্তানের পক্ষে চার ওভারে ২৮ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি। এছাড়া দু’টি করে উইকেট তুলে নিয়েছেন হারিস রউফ ও হুসাইন তালাত। অন্য উইকেটটি পেয়েছেন আবরার আহমেদ। চার ওভারে মাত্র ৮ রান দেন আবরার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















