পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ক্রিকেট ম্যাচে ঘটে গেল ভয়াবহ ঘটনা। বাজাউর জেলার খার তেহসিলের কাউসার ক্রিকেট গ্রাউন্ডে খেলা চলাকালে হঠাৎ বোমা বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের মধ্যে শিশুও রয়েছে। খবর দিয়েছে দেশটির গণমাধ্যম ডন।
স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াকাস রফিক জানিয়েছেন, উচ্চপ্রযুক্তির ডিভাইস ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়। তার ভাষায়, “ঘটনাটি কোনো পরিকল্পিত হামলার ফল বলেই মনে হচ্ছে।” বিস্ফোরণের মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় আতঙ্কে মানুষ দিগ্বিদিক ছুটছেন, চারপাশে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে এলাকা।
আহতদের দ্রুত খার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানায়, বিস্ফোরণের ঘটনায় কয়েকজন গুরুতর আহত হলেও তাদের চিকিৎসা চলছে।
এর আগে গত শনিবারও পাঞ্জাবের লাঘরি জেলার লোয়ি মামুন্দ এলাকায় কোয়াডকপ্টার ব্যবহার করে সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই ঘটনায় এক পুলিশ সদস্য ও এক সাধারণ নাগরিক আহত হন। পাশাপাশি একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি।
জেলা পুলিশের জনসংযোগ কর্মকর্তা ইসরার খান জানিয়েছেন, সম্প্রতি সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘অপারেশন সারবাকাফ’ পরিচালনা করা হয়েছিল। পুলিশের ধারণা, প্রতিশোধ হিসেবেই এসব হামলার ঘটনা ঘটছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















