দুপুর ২টা ১০ মিনিটে ‘টি ব্রেক’ (চা পানের বিরতি) শুরু হওয়ার ঘোষণা ছিলো। কিন্তু ১ টা ৫২ মিনিটের নিউজিল্যান্ডের শেষ ব্যাটার হিসেবে টিম সাউদিকে আউট করেন তাইজুল ইসলাম। ১৮০ রানে প্রথম ইনিংস শেষ হয়ে সফরকারীদের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৭২ রানে অলআউট হয়েছিলো। ফলে ৮ রানের লিড পায় কিউইরা।
বৃষ্টির কারণে মিরপুর টেস্টে দ্বিতীয় দিন কোন বল মাঠে গড়ায়নি। বৃষ্টি না থাকলেও আউটফিল্ড ভেজা থাকায় শুক্রবার তৃতীয় দিনের প্রথম সেশনেও খেলা শুরু করা যায়নি। আম্পায়াররা কয়েকদফা মাঠ পরিদর্শন করে দুপুর ১২টায় খেলা শুরুর নির্শেদনা দেন।
মিরপুরের স্পিন ট্র্যাকে বাংলাদেশ দল প্রথম ইনিংসে ১৭২ রানে অলআউট হয়েছিলো। জবাবে খেলতে নেমে দলীয় ৪৬ রানে পাঁচ উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় ৫৫ রানের সময় আলোস্বল্পতায় ১ম দিনের খেলা বন্ধ হয়ে যায়। পরে ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে টানা বৃষ্টির কারণে দ্বিতীয় দিন উইকেটের কাভারই সরনো যায়নি।
বৃষ্টি বন্ধ হয়ে গেলেও আউটফিল্ড ভেজা থাকায় তৃতীয় দিনের প্রথম সেশনে খেলা শুরু করা সম্ভব হয়নি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















