গ্রুপ বি এর শেষ ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারানোর ফলে কিছুটা নাটকীয়ভাবেই এশিয়া কাপের সুপার ফোরে চলে আসে বাংলাদেশ। গত ২০ সেপ্টেম্বর সুপার ফোরের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে বাজিমাত করে করে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার সমুহ সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ দলের।
পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এবারের এশিয়া কাপে রাউন্ড রবিন ফরমাটে সুপার ফোরের খেলা হচ্ছে। যেখানে সুপার ফোরের প্রতিটা দল প্রতিটা দলের মুখোমুখি হবে। প্রতিটা দল তিনটি করে ম্যাচ খেলতে পারবে এবং পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দলই ফাইনালে যাবে। বর্তমানে একটি করে ম্যাচ খেলে বাংলাদেশ ও ভারত উভয় দলেরই পয়েন্ট ২ করে। তবে নেট রানরেটের হিসেবে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে ভারত আর তার পরেই বাংলাদেশের অবস্থান। অন্যদিকে পাকিস্তান ও শ্রীলঙ্কা ১ টি করে মযাচ খেলেও তাদের উভয় দলেরই পয়েন্ট শূন্য।
এখন শ্রীলঙ্কার বাকি ২ টি ম্যাচ। একটি ভারতের সাথে এবং অন্যটি পাকিস্তানের সাথে। আগামীকাল ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচটা অনুষ্ঠিত হবে। এই ম্যাচে যদি শ্রীলঙ্কা জিতে যায় এবং আগামী ২৬ সেপ্টেম্বর ভারতের বিপক্ষের ম্যাচটি যদি তারা হেরে যায় তবে তাদের পয়েন্ট দাঁড়াবে ২। আবার একই ভাবে পাকিস্তান যদি আজকে শ্রীলঙ্কার সাথে হেরে যায় এবং আগামী ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষের ম্যাচে জিতে যায় তবে তাদেরও পয়েন্ট হবে ২।
এক্ষেত্রে বাংলাদেশের বাকি দুটি ম্যাচের একটি আগামী ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং অন্যটি ২৫ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এই দুই ম্যাচ হারলেও তাদের পয়েন্ট দাঁড়াবে ২। এমন ক্ষেত্রে ভারতের পয়েন্ট হবে ৬ এবং বাকি ৩ দলেরই পয়েন্ট হবে ২ করে।
এক্ষেত্রে নেট রান-রেটের ভিত্তিতে যেকোনো একটি দল ফাইনালে যাবে। সেক্ষেত্রে রানরেটে বাংলাদেশের ফাইনালে যেতে হলে শেষ দুই ম্যাচের হারগুলো হতে হবে মার্জিনাল আর একই সাথে শ্রীলঙ্কা এবং পাকিস্তান উভয় দলই যে একটি করে ম্যাচ জিতবে সেই ম্যাচগুলোও মার্জিনাললি জিততে হবে। তবেই বাকি ম্যাচ দুটি হারলেও সরাসরি এশিয়া কাপের ফাইনালে যেতে পারবে বাংলাদেশ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















