বাংলাদেশ দলের বহুল প্রতিক্ষিত ভারত সফরের সময় ঘনিয়ে আসছে। সফরে দু’টি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট চেন্নাই ও ২৭ সেপ্টেম্বর কানপুরে হবে দ্বিতীয় টেস্ট। কানপুরেই বাংলাদেশের ম্যাচ বাতিলের ডাক দিয়েছে ‘অখিল ভারত হিন্দু মহাসভ’। কিন্তু বিষয়টিকে আমলে নিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘কানপুরেই হবে দ্বিতীয় টেস্ট। কোন ধরনের হুমকিতে আমরা ভীত নই। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইতিমধ্যেই পুলিশের পাশাপাশি প্রয়োজনীয় সব জায়গাতেই আমরা যোগাযোগ করেছি। সব জায়গা থেকেই আমাদের আশ্বাস দেয়া হয়েছে। ফলে আমরা খেলার বাইরে অন্য কোন বিষয় নিয়ে আর ভাবছি না।
১৯ ও ২৭ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া প্রথম ও দ্বিতীয় টেস্টের পর পরের তিন টি-টোয়েন্টি ম্যাচের ভেন্যু গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদ। অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬, ৯ ও ১২ অক্টোবর।
কানপুর টেস্ট বানচালের হুমকি পাওয়ার আগে গোয়ালিয়রের ম্যাচ বাতিলের হুমকি পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই ম্যাচটি মূলত হিমাচল প্রদেশের ধর্মশালায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু ড্রেসিংরুমের সংস্কার কাজ শেষ না হওয়ায় এটি মধ্য প্রদেশের গোয়ালিয়রে সরিয়ে নেয়া হয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















