বিপিএল মাতাবেন আইপিএল জয়ী ভারতীয় ক্রিকেটার! আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম। আসন্ন আসরের জন্য বিদেশি ক্রিকেটার ক্যাটাগরিতে ৫০০ জনেরও বেশি নাম নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গায় পেয়েছেন ২৪৫ জন।
তালিকায় পাকিস্তান ও শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে এবার আছেন ভারতীয় ক্রিকেটারও। বোলিং অলরাউন্ডার পীযুষ চাওলা ‘এ’ ক্যাটাগরিতে আছেন। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার, এ ছাড়া দীর্ঘদিন আইপিএলে খেলে গত বছর সব ধরণের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন।
২০০৬ সালে ইংল্যান্ড টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক হয়েছিল চাওলার। পরের বছর ওয়ানডেতে অভিষেক হয় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত আইপিএল খেলেছেন তিনি। ২০২২ সালে তিনি দল পাননি।
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ২০১৪ সালে তিনি শিরোপা জেতেন। সে বার ফাইনালে পাঞ্জাব কিংসকে হারানোর নেপথ্যে তার ইনিংস গুরুত্বপূর্ণ ছিল। ২০২১, ২০২৩ ও ২০২৪ সালে তিনি ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। ২০২৫ সালে কোনো দল তাকে নেয়নি। মোট ১৯২টা ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ১৫৭টি উইকেট। ব্যাট হাতে ৬২৪ রান করেছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















