বেশ কয়েক দফা আলোচনার পর শেষ পর্যন্ত পর্দা উঠল অপেক্ষার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের দলসমূহ। এবার এসেছে বড় পরিবর্তন। ফ্র্যাঞ্চাইজি তালিকায় নেই বরিশাল ও কুমিল্লা, তবে এই আসরের বিপিএলে আচে রাজশাহী। ফ্র্যাঞ্চাইজি পাওয়ার পরই নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করেছে রাজশাহী। দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন সাবেক জাতীয় ওপেনার ও বিসিবির সাবেক নির্বাচক হান্নান সরকার।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে পাঁচ দলের মালিকানা চূড়ান্ত করে বিসিবি। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি গেছে ট্রায়াঙ্গাল সার্ভিসের হাতে। রাজশাহীর দায়িত্ব নিয়েছে নাবিল গ্রুপ, সিলেটের মালিক হয়েছে ক্রিকেট উইথ সামি, আর ঢাকা ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।
বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হবে ১৭ নভেম্বর। টুর্নামেন্ট মাঠে গড়াতে পারে আগামী ১৯ জানুয়ারি, আর ফাইনাল হওয়ার সম্ভাবনা ১৬ ফেব্রুয়ারি।
রাজশাহীর দায়িত্ব পাওয়া হান্নান সরকার বর্তমানে তিনি অনূর্ধ্ব–১৭ দলের কোচ হিসেবে আছেন। এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি, পাশাপাশি বিপিএলে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার। ফ্র্যাঞ্চাইজিটি এখন থেকেই দল আর দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ভাবছে। আপাতত আবাহনীর হয়ে শিরোপা জিতানোর অভিজ্ঞতাকে মাথায় রেখে হান্নান সরকারের উপরেই ভরসা রাখছে রাজশাহীর ম্যানেজম্যান্ট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











