একে একে তিন জয়ে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সম্ভাবনা জোরালো করেছিল বাংলাদেশের নারী ক্রিকেট দল। কিন্তু পরপর দুই হারে বাংলাদেশের বিশ্বকাপে খেলা সম্ভাবনা সুতায় ঝুলে যায়। তবে সব বাধা অতিক্রম করে বাংলাদেশের নারী ক্রিকেট দল বিশ্বকাপের খেলার ছাড়পত্র পেয়েছে। শনিবার করাচিতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়। ছয় দলের বাছাই পর্বে বাংলাদেশ দ্বিতীয় হয়ে বিশ্বকাপে পৌঁছেছে।
শনিবার নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের কাছে হেরে গেলে অন্য ম্যাচে জড়িয়ে যায় বাংলাদেশের ভাগ্য। যেখানে বিশ্বকাপের টিকেটের অপেক্ষায় ছিল ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে সহজ প্রতিপক্ষ হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের স্বপ্ন দেখছিল। থাইল্যান্ডের বিপক্ষে বড় জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে কিন্তু রান রেটের হিসেবে পিছিয়ে পড়ে হতাশায় ডুবতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তাদেরকে ছিটকে দিয়ে বাংলাদেশ বিশ্বকাপে পৌঁছে যায়।
প্রথমে ব্যাট করে থাইল্যান্ডের সংগ্রহ ছিল ১৬৬ রান। এ ম্যাচে শুধু জয় পেলে চলবে না একটা নির্দিষ্ট ওভারের মধ্যে থাইল্যান্ডের সংগ্রহকে টপকে যেতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। ১০ ওভারে করতে হবে ১৬৭ রান। সে লক্ষ্যকে সামনে রেখে প্রথম থেকেই ব্যাট হাতে ঝড় তোলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। কিন্তু শেষ পর্যন্ত পারেনি তারা। ১০.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় পেয়েছে। ফলে রান রেটের ছোট্ট এক ব্যবধান তাদেরকে ছিটকে দিয়েছে। বাংলাদেশের রান রেট +০.৬৩৯ আর ওয়েস্ট ইন্ডিজের +০.৬২৬।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















