ক্রিকেট বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে আজ মুখোমুখি হচ্ছে বিশ্ব ক্রিকেটের এই দুই হেভিওয়েট। নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
নিজেদের প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করেছে রোহিত শর্মার ভারত। তাই আজ তাঁদের লক্ষ্য অপরাজেয় থেকে মাঠ ছাড়া। যেহেতু ভারত প্রথম ম্যাচে জয় পেয়েছে, তাই আজ মহাগুরুত্বপূর্ণ ম্যাচে তাঁদের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম। তবে স্পিন বান্ধব উইকেট হলে আজ অক্ষর প্যাটেলের পরিবর্তে কুলদীপ যাদবকে দেখা যেতে পারে।
অন্যদিকে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাবর আজমের পাকিস্তান। তাই প্রতিপক্ষ যেই থাকুক না কেনো তাঁদের জন্য আজ জয়ের কোনো বিকল্প নেই। চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে না পারা ইমাদ ওয়াসিম আজ ফিরছেন পাকিস্তান একাদশে। তাই স্বাভাবিকভাবেই আজ পরিবর্তন আসতে চলেছে পাকিস্তান একাদশে।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ-
মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), উসমান খান, ফখর জামান, শাদাব খান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমির, হারিস রউফ, নাসিম শাহ।
ভারতের সম্ভাব্য একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, আর্শদ্বিপ সিং, মোহাম্মদ সিরাজ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















