ইনডোর অনুশীলনের জন্য অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে বিশেষ প্রযুক্তির টার্ফ আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। বিশেষ এই টার্ফ আচরণ করবে উইকেটের মতো। বিসিবির হেড অব প্রোগ্রাম ডেভিড মুর টার্ফ নিয়ে আসার সাথে সংযুক্ত রয়েছেন।
চট্টগ্রাম বন্দরে ইতিমধ্যে এসে পৌঁছেছে ৪ টি ইনডোর টার্ফ। বিসিবির গ্রাউন্ডস কমিটির প্রধান মাহবুবুল আনাম জানিয়েছেন টার্ফ বসানোর বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। মিরপুর, চট্টগ্রাম, খুলনা, বগুড়া বা রাজশাহীর ইনডোরেও এটি ব্যবহৃত হতে পারে।
ব্রিসবেন থেকে আনা বিশেষ এই টার্ফ যদি মিরপুরে ব্যবহার করা হয় তবে মিরপুরের টার্ফগুলো অন্য কোন ইনডোরে সরিয়ে নেয়া হবে। এদিকে, মিরপুরের একাডেমী মাঠে গ্রিনহাউস অনুশীলন সুবিধা তৈরি করার কাজ প্রায় শেষ। আগামী তিন সপ্তাহের মধ্যে অনুশীলনের জন্য উইকেট তৈরির কাজ শেষ করার আশা করছে গ্রাউন্ডস কমিটি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














