ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সভাপতি পদ নিয়ে ফের গুঞ্জন শুরু হয়েছে। কয়েকদিন আগে শোনা যাচ্ছিল শচীন টেন্ডুলকার এই পদে আসতে পারেন, যদিও তিনি নিজেই তা নাকচ করে দেন। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন আরেক সাবেক তারকা স্পিনার হরভজন সিং।
পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন (পিসিএ) ৪৫ বছর বয়সী হরভজনকে মনোনয়ন দেওয়ায় সেই আলোচনা আরও জোরালো হয়েছে। ক্রিকবাজের প্রকাশিত খবরে বলা হয়েছে, ভারতের হয়ে সব ফরম্যাটে ৩৬৭টি ম্যাচ খেলা এই অফস্পিনারকে নিয়ে মনোনয়ন দেওয়া হলেও এখনও পিসিএর পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থার অনুমোদন মিললেই বিসিসিআই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবেন তিনি।
এর আগেও ভারতীয় সরকারি দল বিজেপির পক্ষ থেকে ক্রীড়াঙ্গনে সফল ব্যক্তিত্বদের বিভিন্ন সংস্থার দায়িত্বে আনার প্রবণতা দেখা গেছে। সৌরভ গাঙ্গুলি ও রজার বিন্নি—উভয়েই সাবেক ক্রিকেটার হিসেবে এই সুযোগে বিসিসিআই সভাপতি হয়েছিলেন। ফলে হরভজনকে নিয়ে গুঞ্জন নতুন মাত্রা পেয়েছে।
বিসিসিআইয়ের নির্বাচনী কর্মকর্তা একে জোতি ঘোষণা করেছেন, মনোনয়ন জমা দেওয়ার তারিখ ২০ ও ২১ সেপ্টেম্বর, যাচাই-বাছাই হবে ২২ তারিখ। ২৩ সেপ্টেম্বর প্রার্থীরা চাইলে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। চূড়ান্ত তালিকা প্রকাশের পর ভোটগ্রহণ ও গণনা হবে ২৮ সেপ্টেম্বর। সভাপতি ছাড়াও সহ-সভাপতি, সচিব, যুগ্ম সচিব ও কোষাধ্যক্ষ পদে ভোট হবে। তবে সাম্প্রতিক এজিএমের ধারা অনুসারে বড় কোনো প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, শচীন টেন্ডুলকারকে নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছিল, তা সম্প্রতি খণ্ডন করেছে তার ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এসআরটি স্পোর্টস ম্যানেজমেন্ট। তারা জানিয়েছে, বিসিসিআই সভাপতি পদের মনোনয়ন কিংবা আলোচনায় শচীনের সম্পৃক্ততা একেবারেই ভিত্তিহীন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















