ব্যাটিং ব্যর্থতায় এশিয়া কাপে ভারতের কাছে ৪১ রানের বড় ব্যবধানে হারলো বাংলাদেশ। ১৬৯ রানের টার্গেটে খেলতে নেমে ১৯ দশমিক তিন ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল। ওপেনার সাইফ হাসানের ৬৯ ও ওয়ানডে ডাউনে খেলতে নামা পারভেজ হোসেন ইমনের ২১ রান ছাড়া আর কোন ব্যাটারই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, নির্ধারিত ২০ ওভারও খেলতে পারেনি জাকের আলী অনিকের দল। দলের শেষ ব্যাটার হিসেবে ১৯ ওভার তিন বলে ৬ রানে আউট হন মোস্তাফিুজর রহমান। তাওহিদ হৃদয়ের ৭ রানের পর মোস্তাফিজের ৬ রানই বাংলাদেশ দলের ব্যক্তিগত চতুর্থ সর্বোচ্চ রান। এছাড়া অতিরিক্ত থেকে এসেছে ৯ রান। যা কিনা বাংলাদেশ দলের তৃতীয় সর্বোচ্চ রান।
দ্বিতীয় ওভারেই জসপ্রিত বুমরাহ’র ওভারে তানজিদ হাসান তামিমের আউটের পর বাংলাদেশ দলের সর্বোচ্চ ৪২ রানের জুটি এসেছে দ্বিতীয় উইকেটে। সাইফ ও ইমন দলীয় সংগ্রহকে ৪৬ এ নিয়ে যাওয়ার পর কুলদীপ যাদবের শিকার হন ইমন।
এরপরই ধস নামে বাংলাদেশের ইনিংসে। সাইফ একপ্রান্ত আগলে রেখেও দলের বড় পরাজয় ঠেকাতে পারেননি।
বাংলাদেশের বিপক্ষে এদিন সাতজন ভারতীয় বোলার হাত ঘুরিয়েছেন। এদের মধ্যে চার ওভার করে বোলিং করেছেন বুমরাহ, বরুণ চক্রবর্তী, কুলদিপ যাদব ও অক্ষর প্যাটেল। পান্ডিয়া করেছেন দুই ওভার। এক ওভার শিবম দুবের। তিন বল করেছেন তিলক বার্মা।
চার ওভারে ১৮ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন কুলদীপ। দু’টি করে উইকেট পেয়েছেন বুমরাহ ও বরুণ চক্রবর্তী। প্যাটেল ও বার্মা এক নিয়েছেন একটি করে উইকেট। এছাড়া রান আউট হয়েছে একটি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















