যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে ২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব। রোববার (১০ আগস্ট) এক চমকপ্রদ ঘটনা ঘটেছে এই টুর্নামেন্টে। আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র ২৩ রানে অলআউট করে কানাডা অনূর্ধ্ব-১৯ দল মাত্র ৫ বল খেলে জয় নিশ্চিত করে। তাদের ইনিংসে বেঁচে গেছিলো ২৯৫ বল!
যুব ওয়ানডেতে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ড আর্জেন্টিনা ছুঁতে পারেনি মাত্র এক রান দূরে। ২০০৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্কটল্যান্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২ রানে অলআউট হয়েছিল। তবে কানাডা-আর্জেন্টিনা ম্যাচটি যুব ওয়ানডে মর্যাদা না থাকার কারণে আর্জেন্টিনার ২৩ রানের ইনিংস ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রেকর্ড হিসেবে গণ্য হবে না। তেমনি কানাডার দ্রুততম জয়ের রেকর্ডও সৃষ্টি হয়নি, যেটি এখনো ৩.৫ ওভারে অস্ট্রেলিয়ার দখলে রয়েছে।
যুক্তরাষ্ট্রের জর্জিয়ার পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে টস জিতে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভার খেলে ২৩ রানে অলআউট হয় আর্জেন্টিনা। দলের কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি এবং সাত জন ব্যাটার ‘গোল্ডেন ডাক’ পেয়েছে। মোট রান-২৩ এর মধ্যে সাত রান এসেছে ‘অতিরিক্ত’ থেকে। কানাডার তরফে বিধ্বংসী বোলিং করেন জগমানদীপ পাল, যিনি ৫ ওভারে ৩ মেডেনসহ মাত্র ৭ রানে ৬ উইকেট নেন।
জবাবে কানাডার অধিনায়ক যুবরাজ সামরা মাত্র প্রথম চার বলেই দুই চার ও দুই ছক্কা মেরে একাই ম্যাচ শেষ করেন। অপরপ্রান্তে অপরাজিত থাকেন ধর্ম প্যাটেল, যিনি করেছেন মাত্র ১ রান। এই জয়ে দুই ম্যাচে একটি জয় নিয়ে কানাডা পয়েন্ট টেবিলে উঠে এসেছে দ্বিতীয় স্থানে। অপরদিকে দুই ম্যাচে দুই জয় নিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এক জয় ও এক হারে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে বারমুডা, আর দুই ম্যাচে দুই হার নিয়ে তলানিতে রয়েছে আর্জেন্টিনা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















