স্কোরটা দেখে বিভ্রম জাগতে পারে। মাত্র ১৩১। টি টোয়েন্টি স্কোর হলে ঠিক ছিল, কিন্তু এটা টি-টোয়েন্টি স্কোর নয়, এটা সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের রান। নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে এই রানে অল আউট হয়েছে ইংল্যান্ড। লিডসে অনুষ্ঠিত স্বাভাবিকভাবেই এ ম্যাচে সহজ জয় পেয়ে সিরিজে এগিয়ে গেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। ২০.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় প্রোটিয়ারা।
ওপেনার জেমি স্মিথের ব্যাটিংটা ছিল আশা জাগানিয়া। কিন্তু অন্যরা ছিলেন ব্যর্থতার তালিকায়। শেষ ৬ ব্যাটারের কেউ ব্যক্তিগত রানকে দুই অঙ্কে নিতে পারেননি। ফলে জেমি স্মিথের ৫৪ রান সত্ত্বেও মাত্র ১৩১ রানে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে যায়।
কেশভ মহারাজ ও উইয়ান মুল্ডার ইংল্যান্ডকে ধ্বসিয়ে দেন। মহারাজ ৪ উইকেট নিয়েছেন ২২ রান খরচায়। আর ৩ উইকেট নিতে মুল্ডারের খরচ হয়েছে ৩৩ রান।
জয় পেতে দক্ষিণ আফ্রিকার কোনো সমস্যায় হয়নি। দুই ওপেনার এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন জয়ের কাজটা সহজ করে দেন। অসাধারণ ব্যাটিং করেছেন উভয়ে। প্রথম উইকেটে তারা ১২১ রান জড়ো করেন। ১৩ বাউন্ডারিতে ৫৫ বলে ৮৬ রান করেন মার্করাম। তবে রিকেলটনের ব্যাটিং ছিল একটু ধীর গতির। ৩১ রান করতে তিনি ৫৯ বল খেলেন।
১৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম উইকেটে ১২১ রান হলে জয়ের জন্য কোনো দুঃশ্চিন্তা থাকে না। প্রোটিয়াদেরও থাকেনি। তবে আরও দুই উইকেট হারায় তারা। টেম্বা বাভুমা ৬ ও ট্রিস্টান স্টাবস শূন্য রানে আউট হন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















