মুশফিকের শততম টেস্ট – অভিনন্দনে কিংবদন্তি রিকি পন্টিং
মুশফিককে অভিনন্দন জানালেন কিংবদন্তি পন্টিং । বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক অর্জন করেছেন মুশফিকুর রহিম। নিজের শততম টেস্টের প্রথম দিন ব্যাট হাতে রাঙিয়েছেন ৩৮ বছর বয়সী এই ব্যাটার। মুশফিকের ঐতিহাসিক টেস্ট নিয়ে দেশের ক্রিকেটের সাবেক ও বর্তমান তারকারা শুভকামনা জানিয়েছেন।

এবার অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং এই ‘অবিশ্বাস্য অর্জনের’ জন্য বাংলাদেশি তারকাকে অভিনন্দন জানালেন। বিশ্বের ৮৪তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন মুশফিক। আর প্রথম বাংলাদেশি হিসেবে এই অর্জন তার। শচীন টেন্ডুলকার ও ইমরান খানের পর এশিয়ার তৃতীয় দীর্ঘতম টেস্ট ক্যারিয়ার বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারের।
চমৎকার ক্যারিয়ারে অনন্য মাইলফলক ছুঁয়ে পন্টিংয়ের অভিনন্দন পেলেন মুশফিক। আইসিসির অফিসিয়াল ফেসবুক পেজ অস্ট্রেলিয়ান ব্যাটিং গ্রেটের বার্তা প্রকাশ করেছে। পন্টিং বলেছেন,
এটা অবিশ্বাস্য এক অর্জন। প্রথম বাংলাদেশি হিসেবে মুশফিক এই কীর্তি গড়েছে। আমি সবসময় বলেছি, আমি হাই কোয়ালিটি খেলোয়াড় বিচার করি তাদের দীর্ঘ সময় ধরে খেলার ওপর। বছরের পর বছর বড় পর্যায়ে সেরা খেলোয়াড়রা পারফর্ম করে যায়।
মুশফিককে অভিনন্দন জানিয়ে পন্টিং বলেছেন,
আপনি যখন ৭০, ৮০, ৯০ টেস্ট খেলেন, তখন আপনি নিজের উন্নতির সুযোগ পান, আরো ভালো কিছু করার। এটা কখনো সহজ নয়। এটা অবিস্মরণীয় অর্জন। আমি মুশফিকুরকে তারা শততম টেস্টের জন্য অভিনন্দন জানাই। আশা করি সে তার ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচ খেলবে।
শততম টেস্টে মুশফিককে বিশেষ সম্মাননা জানানো হয়েছে শেরে বাংলা স্টেডিয়ামে। আর এই ম্যাচে হাফ সেঞ্চুরিও করে ফেলেছেন ডানহাতি ব্যাটার। হাতছানি দিচ্ছে সেঞ্চুরিও।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩






















