ঘরের মাঠে ইতিহাস গড়ে নারী ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। বিশ্বকাপ জেতার পর বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যান ভারতীয় ক্রিকেটারেরা। সেখানেই হরলীন দেওল জানতে চান, প্রধানমন্ত্রী মোদীর ত্বকচর্চার রহস্য !
বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, জেমাইমা রদ্রিগেজ়দের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলেন তিনি। আলোচনার সময় ভারতীয় ক্রিকেটার হরলীন দেওল জানতে চান, প্রধানমন্ত্রী কেন সব সময় ঝলমল করেন।
সেই প্রশ্ন শুনে হেসে ওঠেন সকলে। হাসি দেখা যায় প্রধানমন্ত্রীর মুখেও। হরলীন প্রশ্ন করেন, ‘স্যর, আপনার ত্বক সব সময় ঝলমল করে। আপনার ত্বকচর্চার রহস্য কি আমাকে বলবেন?’ হঠাৎ করে যে হরলীন এমন একটি প্রশ্ন করবেন, তা ভাবতে পারেননি কেউ। খানিকটা অবাক হন সকলে। তার পরে হাসেনও।
ভারতের প্রধানমন্ত্রীও হয়তো এমন প্রশ্নের জন্য তৈরি ছিলেন না। জবাবে তিনি বলেন, ‘আমি এ সব কথা ভাবি না।’ তা শুনে বাকি ক্রিকেটারেরা বলেন, ‘স্যর, এটা দেশের কোটি কোটি লোকের ভালবাসা।’
তাতে সকলের হাসি আরও বেড়ে যায়। চুপ থাকেননি কোচ অমল মুজুমদারও। তিনি প্রধানমন্ত্রীকে বলেন, ‘দেখছেন তো স্যর, কাদের নিয়ে আমাকে থাকতে হয়। সেই কারণেই তো মাথার সব চুল পেকে গিয়েছে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















