ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হার। ফলে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। লাহোরের একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল।। টস হেরে ফিল্ডিং পেয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দল।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। শেখ মেহেদীর পরিবর্তে দলে ঢুকেছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের মতো পাকিস্তানের একাদশেও একটি পরিবর্তন এসেছে, ফখর জামানের জায়গায় সুযোগ পেয়েছেন সাহিবজাদা ফারহান। এটা লিটন দাসের শততম আন্তর্জাতিক টি-২০। আগের ৯৯ ম্যাচের ৯৭ ইনিংসে ১২৫.৬১ স্ট্রাইকরেটে ১৬৯৯ রান করেছেন তিনি।
বাংলাদেশ একাদশঃ লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামিম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
পাকিস্তান একাদশঃ সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নাওয়াজ, সালমান আগা, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ ও আবরার আহমেদ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩












