বিফলে গেল শাই হোপসের সেঞ্চুরি। টিম ডেভিডের পাল্টা সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই জিতে নিলো অস্ট্রেলিয়া।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে চার উইকেটে ২১৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। জবাবে, ছয় উইকেট ও ২৩ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া।
প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় সিরিজ বাঁচাতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না ক্যারিবীয়দের। শাই হোপসের সেঞ্চুরিতে বড় সংগ্রহ দাঁড় করিয়ে নিশ্চয়ই সিরিজ বাঁচানোর স্বপ্ন দেখছিলো স্বাগতিক দল।
কিন্তু অস্ট্রেলিয়ার পক্ষে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি করে ইন্ডিজের মুখের গ্রাশ কেড়ে নিলেন টিম ডেভিড। শুধু তাই নয় ছয় উইকেট ও ২৩ বল হাতে রেখেই ম্যাচটি জিতে নেয় ক্যাঙ্গারুরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুতে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজকে উদ্বোধনী জুটিতে ১২৫ রানের বড় সংগ্রহ এনে দেন ব্রান্ডন কিং এবং অধিনায়ক ও উইকেট রক্ষক শাই হোপস। কিং ব্যক্তিগত ৬২ রানে ফিরে গেলেও ১০২ রানে অপরাজিত ছিলেন শাই হোপ। দলটির তৃতীয় সর্বোচ্চ ১২ রান এসেছে রাদারফোর্ডের ব্যাটে
অস্ট্রেলিয়ার পক্ষে একটি করে উইকেট পেয়েছেন নাথান এলিস, এডাম জাম্পা ও মিচেল ওয়েন।
জবাবে খেলতে নেমে শুরু থেকেই মারমুখি ছিলো অস্ট্রেলিয়ার ব্যাটাররা। অবশ্য নিয়মিত বিরতিতে অস্ট্রেলিয়ার চার ব্যাটসম্যান কে আউট করে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। দলীয় ৮৭ রানের মধ্যে ফিরে যান গ্লেন ম্যাক্সওয়েল, জন ইংলিশ, মিচেল মার্শ ও ক্যামেরুন গ্রিন।
৮৭ রানের চার উইকেট হারিয়েও দমে যাননিয টিম ডেভিড ও মিচেল ওয়েন। এই জুটি অবিচ্ছিন্ন থেকে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। ডেভিড ১০২ ওয়েন ৩৬ রানে অপরাজিত ছিলেন।
এই জয়ে ৫ ম্যাচ এর টি-টোয়েন্টি সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই জিতে নিল সফরকারি অস্ট্রেলিয়া। সিরিজের চতুর্থ ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে এই দুই দল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















