কিছুদিন আগে বাংলাদেশের শীর্ষস্থানীয় এক জাতীয় দৈনিকে জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলম নানা অভিযোগ করেন। সেই অভিযোগে তিনি নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিপক্ষে নানা হেনস্তা, অসম্মানজনক আচরণ এবং কুরুচিপূর্ণ কথাবার্তার বিষয়গুলো তুলে ধরেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার সেই দাবিগুলোকে প্রত্যাখ্যান করে দূরভিসন্ধিমূলক বলে বিবৃতি দেয় এবং অধিনায়ক জ্যোতিও তীব্র প্রতিক্রিয়া জানান। তবে আজ এক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে দেওয়া সরাসরি সাক্ষাতকারে আবারও বিস্ফোরোন্মুখ জাহানারা । এমনকি নতুন কিছু অভিযোগ এনে রীতিমতো শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন।
জাহানারা আলম
পত্রিকায় দেওয়া সাক্ষাতকারের পর বিসিবি জাহানারার অভিযোগগুলোর কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে বিবৃতি দেয়। আর জ্যোতি দাবি করেন, দলে সুযোগ না পাওয়াতেই এখন জাহানারা এসব ভিত্তিহীন কথা বলছেন। কিন্তু তবু জাহানারা থামেননি। অস্ট্রেলিয়ায় অবস্থান করা এই গ্ল্যামারাস সাবেক নারী ক্রিকেট তারকা এক ভিডিও সাক্ষাৎকারে নতুন করে আরও কয়েকজনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ তুলেছেন।
জাহানারার অভিযোগে তীব্র প্রতিবাদ জ্যোতির
কয়েকদিন আগে এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলম ….
নতুন এই অভিযোগে জাহানারা প্রয়াত নারী দলের ইনচার্জ তৌহিদ মাহমুদ, ম্যানেজার ফাইয়াজ, আরেক কর্মকর্তা বাবু, কোচ ইমন, ক্রিকেটার ফারজানা হক পিঙ্কি, নাহিদা আক্তার ও রিতু মনিদের বিষয়ে বিস্ফোরক বক্তব্য তুলে ধরেছেন। এর মধ্যে সাবেক নির্বাচক মঞ্জু এবং তৌহিদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন জাহানারা।
জাহানারা এই সাক্ষাৎকারে বলেছেন,
উনি (মঞ্জুরুল ইসলাম) একদিন আমার কাছে আসলেন, আমার কাঁধে হাত রেখে বলছিলেন, তোর পিরিয়ডের কতদিন চলছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকব চলে আসিস।
আমার দিকটাও তো দেখতে হবে – মঞ্জুরুল ইসলাম
এছাড়াও মঞ্জুকে নিয়ে তিনি আরেক অভিযোগ করে বলেছেন,
বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে দাঁড়িয়ে হ্যান্ডশেক করি, তখন তিনি (মঞ্জুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।
বিসিবির কাছে এসব নিয়ে কয়েকবার অভিযোগও করেছেন জাহানারা। কিন্তু সেই অভিযোগগুলো আমলে নেওয়া হয়নি। এজন্য জাহানারা বলেছেন,
গত দেড় বছরে অসংখ্যবার অভিযোগ দিয়েছি। আমাদের যিনি হেড (তৎকালীন বিসিবির নারী উইংয়ের হেড) নাদেল স্যার, উনাকে বারবার বলেছি। এক-দুই দিন ঠিক হতো, পরে আবার যা তাই।
নতুন করে দেওয়া এই সাক্ষাৎকারে জাহানারা দলের মধ্যে জ্যোতির গ্রুপিংয়ে কারা আছেন তাদেরও নামও প্রকাশ করেন। সেখানে তিনি বর্তমান সহঅধিনায়ক রিতু মনি, পিঙ্কি এবং কয়েকজন কোচিং স্টাফের বিরুদ্ধে অভিযোগ করেন।
জাতীয় দলে ফেরার জন্য কতোটা পরিশ্রম করেছেন সেকথাই জানালেন পেসার জাহানারা আলম