বাংলাদেশর মুখোমুখি পাকিস্তান
এশিয়া কাপ রাইজিং স্টার্সের শিরোপা নির্ধারণী ম্যাচ আজ। দোহাতে রাত সাড়ে আটটায় শুরু হওয়া শিরোপা নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের প্রতিপক্ষ পাকিস্তান শাহীনস। শিরোপা নির্ধারণের আগুন লড়াই , আজ মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান।

টানটান উত্তেজনার সেমিফাইনালে পাকিস্তান শাহীনস শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৫ রানে হারিয়ে ফাইনালে উঠে আসে। অন্যদিকে ভারত ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সেমিফাইনাল সব নাটকীয়তাকে হার মানিয়ে ফাইনাল খেলা নিশ্চিত করে।
ভারত ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের সেমিফাইনালে নির্ধারিত ২০ ওভারের খেলা টাই হয়। ফলে খেলা গড়ায় সুপার ওভারে। আর সেখানে দেখা দেয় চরম নাটকীয়তা। সুপার ওভারে প্রথমে ভারত ব্যাটিংয়ে নামে। বাংলাদেশের রিপন মন্ডল বল হাতে চরম উত্তেজনার জম্ম দেন। দুই বলে ভারতের দুই উইকেট তুলে নেন। ভারত কোনো রান করতে পারেনি। বল হাতে ভারত কম নাটকীয়তা দেখায়নি। প্রথম বলে উইকেট তুলে নেয় তারা। দ্বিতীয় বলে বাংলাদেশের ব্যাটার ব্যাটে বলে সম্পর্ক করতে পারেনি। কিন্তু ওয়াইডের সুবাদে এক রান পেয়ে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
ব্যাটে-বলে এমন লড়াইই ইঙ্গিত দিচ্ছে, শিরোপা নির্ধারণের আগুন লড়াই আজ। সেরা দুই দলই শিরোপা লড়াইয়ে নামছে। এ পর্যন্ত টুর্নামেন্টে ব্যাট হাতে ভালো আলো ছড়িয়েছেন পাকিস্তানের মাজ সাদাকাত। ৪ ম্যাচে তারা রান ২৩৫। কম যাননি বাংলাদেশের হাবিবুর রহমান সোহান। ২০২ রান তার।
বল হাতেও বাংলাদেশ ও পাকিস্তানের বোলারদের মধ্যে লড়াইটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। সেমিফাইনালে বাংলাদেশের জয়ের নায়ক রিপন মণ্ডল ৮ উইকেট নিয়ে এ পর্যন্ত টুর্নামেন্টের সেরা পারফরমার। পাকিস্তানের সুফিয়ান মুকিমের সংগ্রহ ৭ উইকেট। বোলিংয়ে পাকিস্তান অবশ্য একটু বেশি দাপট দেখিয়েছেন। সুফিয়ানের পাশাপাশি সাদ মাসুদও সাত উইকেট শিকার করেছেন। পাশাপাশি মাজ সাদাকাতের শিকার সংখ্যা ৬। বাংলাদেশ যে খুব পিছিয়ে তা নয়। রাকিবুল হাসান পেয়েছেন ৬ উইকেট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















