আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং সাফল্যের হাতছানি নিয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হতে যাচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। যেখানে অংশ নিচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টে পাকিস্তান শাহীনস, নেপাল জাতীয় দল ছাড়াও অংশ নিচ্ছে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য দল এবং বিগ ব্যাশের ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াড। এতো প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশে অংশ নেওয়াকে বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান।
মিরপুরে সংবাদ সম্মেলনে সোহান বলেন, “অবশ্যই দেখেন, অনেকগুলো ভালো দল আছে। পাকিস্তানি দল আছে, নেপাল জাতীয় দল আছে। সবগুলো ভালো দল এবং প্রতিযোগিতামূলক একটা টুর্নামেন্ট হবে… অবশ্যই চাইবো যেন ফাইনাল খেলতে পারি ইনশাআল্লাহ।”
শুধু অভিজ্ঞতা অর্জনের লক্ষ্য নয়, এবার ট্রফি নিয়েই ভাবছেন অধিনায়ক। সোহান বলেন, “লার্নিং প্রসেসের এই জিনিসটা আমি খুব একটা বিশ্বাস করি না। অবশ্যই আমরা শিখতেই আছি, শিখব। তবে মূল লক্ষ্য হওয়া উচিত, ফাইনাল খেলব। টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়—আমাদের সবারই লক্ষ্য ট্রফির দিকে।”
এ ধরনের টুর্নামেন্ট তরুণদের জন্য জাতীয় দলে জায়গা করে নেওয়ার বড় প্ল্যাটফর্ম হতে পারে বলেও জানান তিনি। অলরাউন্ডার তোফায়েল আহমেদকে নিয়ে সোহান বলেন, “অবশ্যই একটা দলে অলরাউন্ডার থাকে তখন দল বানানো অনেক সহজ হয়ে যায়… তোফায়েলের জন্য অবশ্যই ভালো সুযোগ এখানে ভালো করা।”
অস্ট্রেলিয়ার ভিন্ন কন্ডিশনে নিজেকে প্রমাণ করাই এবার মিশন। আর সেই মিশনে সোহানদের লক্ষ্য—শুধু অংশগ্রহণ নয়, ট্রফি জয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















