শেখার তো শেষ নাই-শান্ত । মুশফিকুর রহিমের ঐতিহাসিক শততম টেস্টের পঞ্চম ও শেষ দিনে বড় জয় পেয়েছে বাংলাদেশ। রোমাঞ্চকর জয়ের পর অনেক কথাই বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ।
টেস্ট জয় নিয়ে তিনি বলেন,‘ আমার কাছে মনে হয় এই সিরিজ শুরু হওয়ার আগে আমরা যখন প্ল্যান করি, টিম মিটিং করি, তখন এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি যে আমরা কতো গুলো ১০০ করতে পারি এজ এ টিম হিসেবে। তো করবোই। টিম হিসেবে আমাদের প্রত্যেকটা সিরিজে বা প্রত্যেকটা ইনিংসে কতো গুলো ১০০ হচ্ছে এবং ১০০টা শুধু ১০০তে যেন থেমে না যায়, আপনি যেটা বললেন যে ১৫০, ১৬০, ৭০, ২০০ এরকম যেন হয়। সো পজিটিভ দিক হলো চারটা ১০০ হয়েছে।’
এছাড়া শান্ত বলেন,‘মিরপুরের উইকেট যেরকম দেখা যায়, ওর থেকে অনেক বেটার ছিল। স্পেশালি বাউন্সটা দেখেন। প্রত্যেকটা উইকেট নিতেই কষ্ট হয়েছে। শেখার তো শেষ নাই, আমার মনে হয় যেভাবে কার্টিস ক্যামফার ব্যাটিং করেছে, এতো গুলো বল ফেস করেছে, এই এই এই জিনিসগুলো আসলে বোঝা যায় যে আসলে কতোটুকু ডেডিকেটেড, কতোটুকু কমিটমেন্ট নিয়ে ব্যাটিং করেছে তারা।’
শান্ত আরও বলেন,‘এই সিরিজেও বেশ কিছু ইনিংস ছিলো যেখানে আমরা চ্যালেঞ্জটা ভালোভাবে একসেপ্ট করেছি। সো এরকম সিচুয়েশন যদি আমাদেরও আসে, ওই ইনটেনশনটা দেখানো যে আমরা আসলে দলের জন্য ওইভাবে ব্যাটিং করাটা, এই জিনিসগুলো আমি আশা করবো। অতীতে করেছি এটা যেন ভবিষ্যতে আমরা করতে পারি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















