ভারতের জম্মু-কাশ্মীরের উদীয়মান ক্রিকেটার ফারিদ হুসেন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও শনিবার তিনি মৃত্যুবরণ করেন।
ঘটনাটি ঘটে গত ২০ আগস্ট। ওইদিন স্কুটার চালাচ্ছিলেন হুসেন। ঠিক সেই সময় একটি গাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ভেতর থেকে দরজা খোলা হয়। দরজায় ধাক্কা লেগে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন তিনি।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু মাথায় গুরুতর আঘাত পাওয়ায় শেষ পর্যন্ত জীবন বাঁচানো যায়নি।
চিকিৎসকরা জানিয়েছেন, মাথার আঘাতই ছিল মৃত্যুর মূল কারণ। ইতিমধ্যে রাস্তার সিসিটিভি ফুটেজে দুর্ঘটনার ভিডিও ধরা পড়েছে, যা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















