ম্যাক্স সিক্সটি টি-টেনে আবারও জ্বলে উঠলেন সাকিব আল হাসান। আগের ম্যাচের মতো এবারও ব্যাট ও বল হাতে সমান নৈপুণ্য দেখিয়ে দল মায়ামি ব্লেজকে এনে দিলেন জয়। জিমি পাওয়েল ওভালে অনুষ্ঠিত ম্যাচে গ্র্যান্ড কেম্যান ফেলকন্সকে ১৩ রানে হারিয়েছে তার দল।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামা মায়ামি ব্লেজের হয়ে ইনিংস ওপেন করেন সাকিব। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন বাংলাদেশের এই অলরাউন্ডার। মাত্র ১১ বলে করেন ২৯ রান। মালিন্দা পুষ্পাকুমারার বলে লং অফে ক্যাচ তুলে দিয়ে আউট হলেও, দলের জন্য রেখে যান শক্ত ভিত।
সাকিবের দ্রুত ইনিংসের পর ধারাবাহিকতা ধরে রাখেন অ্যাঞ্জেলো পেরেরা। ২২ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংসে নির্ধারিত ১০ ওভারে ১১০ রানের চ্যালেঞ্জিং স্কোর তোলে মায়ামি।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ফেলকন্স। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় একসময় চাপের মুখে পড়ে তারা। মায়ামির হয়ে বল হাতে সেরা পারফরমার ছিলেন শিহান জয়াসুরিয়া, যিনি ১৮ রানে নেন ৩ উইকেট। সাকিবও বল হাতে রাখেন তার প্রভাব—২ ওভারে দেন মাত্র ১৯ রান এবং তুলে নেন গুরুত্বপূর্ণ একটি উইকেট।
সাকিবের এই অলরাউন্ড পারফরম্যান্স শুধু জয়ই এনে দেয়নি, বরং দলের আত্মবিশ্বাসও অনেক বাড়িয়ে দিয়েছে। টি-টেনে ধারাবাহিকভাবে নিজের জাত চিনিয়ে চলেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ তারকা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















