ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান। তবে রাজনৈতিক বৈরিতায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এর কোনো ইভেন্ট ছাড়া এই দুই দলের মাঠের লড়াই দেখার সুযোগ পাননা কোটি ক্রিকেটপ্রেমীরা।
তাইতো এই দুই দলের মাঠের লড়াই সরাসরি দেখতে মুখিয়ে থাকেন সমর্থকরা। যেকারণে এই হাই-ভোল্টেজ ম্যাচের টিকেট এর মূল্য থাকে অন্য যেকোনো ম্যাচের চেয়ে ঢের বেশি। এইতো কিছুদিন আগেও এই ম্যাচের টিকেটের দাম নিয়ে অভিযোগ করেন ভারতীয় ক্রিকেট সংগঠক ললিত মোদি।
এই দুই দেশের অসংখ্য মানুষ আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে থাকেন। যেকারণেই কিনা সবার আগ্রহের মূল কেন্দ্রবিন্দু ভারত-পাকিস্তান ম্যাচ। তবে আগামী ৯ জুন নিউইয়র্কে হতে যাওয়া এই দুই দলের লড়াই সরাসরি দেখতে দর্শকদের গুণতে হবে প্রায় সাড়ে ৮ লাখ টাকা। যত দিন গড়াচ্ছে ততই বাড়ছে টিকেট মূল্য।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















