পাল্লেকেলেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ২৮৬ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতে হোচট খেলেও উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিসের সেঞ্চুরি ও অধিনায়ক চারিথ আসালাঙ্কার হাফ সেঞ্চুরিতে ৭ উইকেটে ২৮৫ রানের সংগ্রহ পায় স্বাগতিক দল।
লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ১২৪ রান করেন কুশল মেন্ডিজ। অধিনায়ক চারিথ আসালাঙ্কার ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান। এছাড়া ওপেনার পাথুম নিশাঙ্কা তৃতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন। শেষদিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৪ বলে অপরাজিত ১৮ এবং দুশমন্থ চামীরা ৮ বলে অপরাজিত ১০ রান করে দলীয় সংগ্রহকে ২৮৫তে নিয়ে যান।
বাংলাদেশের পক্ষে পেসার তাসকিন আহমেদ ১০ ওভারে ৫১ রান দিয়ে ২ এবং অধিনায়ক মেহেদী মিরাজ ১০ ওভারে ৪৮ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন। এছাড়া পেসার তানজিম হাসান সাকিব ৬ ওভারে ৪১ রান দিয়ে, স্পিনার তানভির ইসলাম ১০ ওভাবে ৬১ রান দিয়ে এবং শামীম হোসাইন পাটওয়ারি জার ওভারে ৩০ রান দিয়ে একটি করে উইকেট পেয়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















