বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) স্পট ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদনে নাম জড়ানোয় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা ক্যাপিটালস। মঙ্গলবার (১৯ আগস্ট) ফ্র্যাঞ্চাইজিটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে বিষয়টিকে তারা আখ্যা দিয়েছে ‘মিডিয়া ট্রায়াল’।
ঢাকা ক্যাপিটালসের অভিযোগ, প্রমাণ ছাড়াই শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। তাদের বিবৃতিতে বলা হয়—প্রতিবেদনে একদিকে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্পৃক্ততা নিয়ে ‘নিশ্চিত’ দাবি করা হয়েছে, আবার অন্যদিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নতুন ফ্র্যাঞ্চাইজি না দেওয়ার সুপারিশের কথাও উল্লেখ করা হয়েছে। যা স্ববিরোধী ও ভিত্তিহীন।
শাকিব খানের নেতৃত্বাধীন এই দলটি জানায়, শুরু থেকেই তারা বিসিবির স্বাধীন তদন্ত কমিটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সব তথ্য সরবরাহ করেছে। তদন্তে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দিয়েছে তারা।
ঢাকা ক্যাপিটালস আরও জানিয়েছে, কোনো খেলোয়াড় বা স্টাফের দোষ প্রমাণিত হলে ফ্র্যাঞ্চাইজি নিজ উদ্যোগেই কঠোর ব্যবস্থা নেবে। তবে প্রমাণ ছাড়া সরাসরি ম্যানেজমেন্টকে দায়ী করা তাদের ও অংশীদারদের জন্য সম্মানহানিকর।
ফ্র্যাঞ্চাইজিটির মতে, স্পট ফিক্সিং ব্যক্তি পর্যায়ের অপরাধ। কোনো খেলোয়াড় ব্যক্তিগতভাবে জড়িত থাকলে ম্যানেজমেন্টের তা জানার সুযোগ থাকে না। একইসঙ্গে তারা দেশের ক্রিকেট উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে।
সমর্থকদের উদ্দেশে বিবৃতির শেষে লেখা হয়—

“ইনশাআল্লাহ, একদিন আমরা আমাদের সমর্থকদের বিপিএল শিরোপার আনন্দ উপহার দেবো।”
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















