ইংল্যান্ডের মিডলসেক্স কাউন্টি লিগে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। ৪৫ ওভারের ম্যাচে এক দল করল ৪২৬ রান, আর প্রতিপক্ষ অলআউট হয়ে গেল মাত্র ২ রানে! রিচমন্ড ক্রিকেট ক্লাবের চতুর্থ একাদশকে ৪২৪ রানে হারিয়ে অনন্য নজির গড়েছে নর্থ লন্ডন ক্রিকেট ক্লাবের তৃতীয় একাদশ।
প্রথমে ব্যাট করতে নেমে ঝড়ো ইনিংস উপহার দেন নর্থ লন্ডনের ব্যাটাররা। দলটি ৪৫ ওভারে তোলে ৪২৬ রান, ওভারপ্রতি রানরেট ৯.৪৬। এ রান গড়ার পথে সবচেয়ে বড় অবদান ছিল ড্যান সিমন্সের ব্যাটে, যিনি খেলেন ১৪০ রানের দুর্দান্ত ইনিংস।
অবাক করা বিষয় হলো, এত বড় সংগ্রহেও কেবল একটিই ফিফটি আসে। বাকিদের মধ্যে জাক লেউইট করেন ৪৩ আর নাবিল আব্রাহামস করেন ৪২ রান। তবে অতিরিক্ত রান ছিল চোখে পড়ার মতো—৯২ রান, যার মধ্যে ছিল ৬৫টি ওয়াইড ও ১৬টি ‘নো’ বল।
রান পাহাড়ের জবাব দিতে নেমে রিচমন্ডের ব্যাটিং একপ্রকার ধসে পড়ে। ৫.৪ ওভারে মাত্র ২ রানেই গুটিয়ে যায় তারা। এর মধ্যে ১ রান এসেছে ওয়াইড থেকে। রানের খাতায় ব্যাটসম্যানদের নাম লেখা হলেও, স্কোরকার্ডে রান যোগ হয়নি।
বল হাতে ম্যাট রসন ছিলেন বিধ্বংসী। ৩ ওভারে কোনো রান না দিয়ে নেন ৫ উইকেট। আর টম স্পাউটন ২.৪ ওভারে ২ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট।
এই জয়ে নর্থ লন্ডন ২১ পয়েন্ট নিয়ে উঠে এসেছে টেবিলের তৃতীয় স্থানে। ইতিহাস গড়া হারের পর রিচমন্ড রয়েছে পঞ্চম স্থানে, ১১ পয়েন্ট নিয়ে। এক ম্যাচে এমন চিত্র সত্যিই বিরল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















