অঘোষিত ফাইনালে চীনকে হারিয়ে এশিয়া কাপের আশায় বাংলাদেশ। বাংলাদেশ জাতীয় ফুটবল দল এশিয়া কাপে উঠতে পারেনি। দুই ম্যাচ আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন হামজা-জামালরা। তবে সিনিয়ররা ব্যর্থ হলেও অনূর্ধ্ব-১৭ দল এশিয়ার মূলপর্বে খেলার খুব কাছাকাছি। এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে চীনকে আজ (রোববার) হারালেই আগামী বছর সৌদি আরবে এশিয়া কাপের মূলপর্বে খেলার সুযোগ পাবে।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ও স্বাগতিক চীন দুই দলের পয়েন্ট সমান ১২। তাই আজ গ্রুপের শেষ ম্যাচটি অঘোষিত ফাইনাল। দুই দলের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩৫ মিনিটে। তবে চীনের চংকিনে সন্ধ্যায় অনেক ঠান্ডা আবহাওয়া, যা বাংলাদেশের জন্য খানিকটা কঠিন। হোম অ্যাডভান্টেজ পেতে চীন বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সন্ধ্যায় দিয়েছে।
আসরে ৪ ম্যাচে বাংলাদেশ গোল করেছে ২০টি। বিপরীতে স্রেফ এক গোল হজম করে। সমান ম্যাচে চীনের গোল ৩৮ এবং প্রতিপক্ষ তাদের জালে বল পাঠাতে পারেনি এখনও। গোল ব্যবধানে এগিয়ে থাকায় চীন ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন। তাই বাংলাদেশের জয় ছাড়া কোনো বিকল্প নেই, কারণ বাছাই থেকে শুধু গ্রুপ চ্যাম্পিয়নই মূলপর্বে খেলবে।
ফলে শক্তিমত্তার বিচারে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে স্বাগতিক চীন। ফিফা র্যাঙ্কিংয়ে চীন সিনিয়র দল যেখানে ৯৩, সেখানে বাংলাদেশ ১৮০তম। এরপরও নিজেদের সেরাটা দিয়ে এশিয়া কাপে খেলার স্বপ্ন অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের, ‘আগের চার ম্যাচে আমরা জয় ছিনিয়ে এনেছি। বাহরাইনের ম্যাচটা অনেক কঠিন ছিল। এটা অঘোষিত ফাইনাল। যারা জিতবে তারা এশিয়ান কাপে কোয়ালিফাই করবে। চীন অনেক শক্তিশালী দল, তবুও চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে জিতে কোয়ালিফাই করতে।’
