ক্লাব বিশ্ব কাপ ফুটবলে শেষ ষোলোতে দুই ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস ও বোটাফোগোর খেলাটা ভালোই জমেছিল। লড়াই শেষে শেষ হাসি হেসেছে পালইমেরাস। অতিরিক্ত সময়ের খেলায় তারা ১-০ গোলে জয় পেয়েছে। পলিনহো ১০০তম মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন। কোয়ার্টার ফাইনালে তারা ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির মুখোমুখি হবে। ইংলিশ ক্লাব শেষ ষোলোতে পর্তুগীজ ক্লাব বেনফিকাকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেেছে।
ক্লাব বিশ্ব কাপ ফুটবলে ব্রাজিলের চারটি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছিল। সবাইকে অবাক করে চারটি ক্লাবই দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ শেষ ষোলোতে স্থান করে নিয়েছিল। নক আউট পর্বের পালমেইরাস ও বোটাফোগো মুখোমুখি হওয়ায় একটা ক্লাবের বিদায়ের বিকল্প ছিল না।
পালমেইরাসের জন্য এ জয়ের আনন্দের সীমা নেই। একদিকে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। অন্যদিকে প্রতিশোধের লড়াইটাও শেষ হয়েছে। ২০২৩ সালে ব্রাজিলিয়ান লিগ লড়াইয়ে বোটাফোগোর কাছে ৪-৩ গোলে হেরেছিল। তবে বোটাফোগো বসে ছিল না। পরের মৌসুমে কোপা লিবারতাদোরেস কাপ জয় করে পালমেইরাসের হৃদয়ে জ্বালা ধরিয়ে দিয়েছিল। শিরোপা জয়ের পথে পালমেইরাসকে হারের স্বাদও দিয়েছিল। তখন থেকেই অপরাজিতের তকমাটা বেশ ভালোভাবেই নিজেদের করে নিয়েছিল।টানা পাঁচ ম্যাচ ছিল অপরাজিত।
বোটাফোগো দুর্ভাগ্য। একজন বেশি নিয়ে খেলেও তারা লড়াইয়ে ফিরতে পারেনি। ১১৬তম মিনিটে পালমেইরাসের গুস্তাভো গোমেজ লাল কার্ড দেখে মাঠ থেকে বহিস্কৃত হন। কিন্তু সে সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হয় বোটাফোগো।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















