অনূর্ধ্ব-১৬ দলে অভিষেক হলো জুনিয়র রোনালদোর

পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে অভিষেক হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রের। তার অভিষেক হওয়া ম্যাচে পর্তুগাল ২-০ গোলে হারিয়েছে তুরস্ককে। পর্তুগালের হয়ে গোল করেন স্যামুয়েল টাভারেস ও রাফায়েল কাবরাল।

তুরস্ককে অনুষ্ঠিত হওয়া এ ম্যাচে ক্রিশ্চিয়ানো জুনিয়রের অভিষেক হয় বদলি খেলোয়াড় হিসেবে। প্রথম ম্যাচে খুব বেশি সময় তার মাঠে থাকা হয়নি। ইনজুরি সময়ে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন তিনি।

ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র তার বাবার ক্লাব সৌদি আরবের আল নাসরের যুব একাডেমিতে খেলেন। এর আগে এ বছরের শুরুতে তিনি পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলেছেন।

ফেডারেশনস কাপ টুর্নামেন্টের অংশ হিসেবে পর্তুগাল তিনটি ম্যাচ খেলবে। এটি ছিল তার প্রথম ম্যাচ। শনিবার পর্তুগাল ওয়েলসের বিপক্ষে খেলবে। আর শেষ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ডের। এ ম্যাচটি মাঠে গড়াবে সোমবার।

Exit mobile version