অনূর্ধ্ব-১৭ বিশ্ব যুব ফুটবল : ব্রাজিলকে বিধ্বস্ত করে আর্জেন্টিনা সেমিফাইনালে

কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে ব্রাজিলের হারের দুঃসহ স্মৃতিটা এখনো জ্বলজ্বল করছে। এরই মাঝে বিশ্বকাপ বাছাইয়ে আবার নিজেদের মাঠে চির প্রতিদ্বন্দ্বীর কাছে হেরেছে ব্রাজিল। এ হারের চারদিন যেতে না যেতে আবার আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত ব্রাজিল। এবার আর সিনিয়ররা নয় উত্তরসূরীরা। শুক্রবার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে নাস্তানাবুদ হয়েছে ব্রাজিল। ৩-০ গোলের জয় নিয়ে আর্জেন্টিনার যুবারা সেমিফাইনালে পৌঁছেছে।

আর্জেন্টিনার  এ জয়ে একক কৃতিত্ব ক্লদিও এচেভেরির। হ্যাটট্রিক করেছেন তিনি। ২৮, ৫৯ ও ৭৩ মিনিটে গোল তিনটি করেন তিনি। হ্যাটট্রিকের ফলে পাঁচ গোল নিয়ে এচেভেরি সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে উঠে এসেছেন এচেভেরি। তবে এককভাবে নয়, আরেক আর্জেন্টাইন অগাস্টিন রুবের্তো রয়েছে তার সঙ্গে।

ম্যাচের শুরুটা ছিল অবশ্য কিছুটা শান্ত স্বভাবের। কিন্তু ১৫ মিনিটে যেতে না যেতেই আক্রমণের ধার বাড়িয়ে দেয় আর্জেন্টিনা। খুব বেশি সময় অপেক্ষায় থাকতে হয়নি লিওনেল মেসিদের উত্তরসূরীদের। ২৮ মিনিটে দারুণ এক শটে গোল করেন এচেভেরি। তবে এ গোলের জন্য অনেকটাই দায়ী ব্রাজিলের ডিফেন্ডার ভিতর রেইস। তার শরীরে লেগে বল দিক পরিবর্তন করে। যার ফলে ব্রাজিলের গোলরক্ষক গ্যাব্রিয়েলার কিছুই করার ছিল না।

এচেভেরির প্রথম গোলে ভাগ্যের ছোঁয়া ছিল- এটা অস্বীকারের উপায় নেই। তবে দ্বিতীয় গোলটা যে দর্শনীয় ছিল তাতে নেই কোনো সন্দেহ। ব্রাজিলের বিপদ সীমানার বাইরে বল নিয়ন্ত্রণে নিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে তিনি ব্যবধান দ্বিগুন করেন। ৭৩ মিনিটে এচেভেরি হ্যাটট্রিক পূর্ণ করেন। একই সঙ্গে দলকে ব্রাজিলের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যান। এই জয়ের ফলে অনূর্ধ্ব-১৭ বিশ্ব যুব ফুটবলে আর্জেন্টিনা প্রথমবারের মতো ব্রাজিলের বিপক্ষে জয় পেলো। অন্যদিকে হারের ফলে সর্বাধিকবারের ও বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল।

আগামী মঙ্গলবার সেমিফাইনালে আর্জেন্টিনা জার্মানির মুখোমুখি হবে। জার্মানি কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে স্পেনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। 

Exit mobile version