অপরাজিত থাকার তকমা ধরে রেখেছে পিএসজি

পিএসজির গোল উৎসব

লিগ ওয়ানে নতের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে প্যারিস সেন্ত জার্মেই। মঙ্গলবার অ্যাওয়েতে অনুষ্ঠিত ম্যাচে তারা ১-১ গোলে ড্র করেছে। ভিতিনহার গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে গোল হজম করে প্যারিস সেন্ত জার্মেই।

ড্র সত্ত্বে পিএসজির কোনো সমস্যা হয়নি। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান তারা ঠিকই ধরে রেখেছে। শুধু তাই নয়, শিরোপা জয়ের পথে বীরদর্পে এগিয়ে চলেছে। ৩০ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭৮। দ্বিতীয় স্থানে রয়েছে মার্শেই। তাদের সংগ্রহ মাত্র ৫৫। ফলে পিএসজি’র শিরোপা জয় মাত্র সময়ের ব্যাপার।

এদিকে এ ড্রয়ের ফলে এবারের মৌসুমে পিএসজি এখনো অপরাজিত থাকার তকমাটা ধরে রেখেছে। একই সঙ্গে প্রথম দল হিসেবে অপরাজিত হওয়ার সম্ভাবনা ধরে রেখেছে। এদিকে এ ম্যাচে ড্র’র ফলে অ্যাওয়েতে অপরাজিত থাকা ম্যাচের সংখ্যা ৩৯ ম্যাচে নিয়েছে। তারা পেছনে ফেলেছে এসি মিলানের কীর্তিকে। ১৯৯১ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত সময়ে ইউরোপে সেরা পাঁচ লিগের মধ্যে দীর্ঘ সময় অ্যাওয়ে ম্যাচে অপরাজিত থাকার কীর্তি গড়েছিল ইতালিয়ান ক্লাবটি।

পিএসজিকে ৩৩ মিনিটে ভিতিনহা গোল করে এগিয়ে নেন। এই এক গোলের ব্যবধানে তাদের জয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ৮৩ মিনিটে ডগলাস সেই গোল ফিরিয়ে দিয়ে পিএসজিকে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য করে।

Exit mobile version