অপেক্ষায় নেইমার, ছোট মেসিকে নিয়ে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা

সময়টা যেন মোটেও ভালো যাচ্ছে না পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। বিশ্বকাপে বাছাইয়ে একের পর এক হারে বিশ্বকাপ খেলার শঙ্কায় দলটি। বিশ্বকাপ বাছাইয়ের এবার ব্রাজিলের সামনে এবার কঠিন দুই প্রতিপক্ষ্য!

তার জন্য রিয়ালের তারকা ভিনিসিউসকে ফিরিয়ে শক্তিশালী দল ঘোষণা করেছে ব্রাজিল। পুরোপুরি ফিট থেকেও ব্রাজিলের দলে সুযোগ পাননি ‍নেইমার। তার জন্য চিরপ্রতিদ্বিন্দ্বী আর্জেন্টির ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পর এক বছরের বেশি সময় পর সম্প্রতি আল হিলালের হয়ে মাঠে নামেন নেইমার। তবে জাতীয় দলের হয়ে ফেরার অপেক্ষা তার বাড়ছে। বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী দুই ধাপের ব্রাজিল স্কোয়াডেও জায়গা হয়নি ৩২ বছর বয়সী তারকার।

তবে চোট কাটিয়ে দলে ফিরেছেন রিয়ালের আরেক তারকা ভিনিসিউস জুনিয়র। আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল। তার ঠিক পাঁচ দিন পর উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এছাড়া ব্রাজিলের দলে ফিরেছেন আরেক বিস্ময় বলক ‘ছোট মেসি, এস্তেভো উইলিয়ান।

উল্লেখ্য, ব্রাজিলের জার্সিতে নেইমার সবশেষ খেলেছেন গত বছরের ১৭ অক্টোবর। সেই ম্যাচেই গুরুতর চোট পেয়ে ছিটকে পড়েন তিনি। সেই চোট কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফেরেন তিনি।

বিশ্বকাপ বাছাইয়ে ১০ ম্যাচে মাত্র ১৬ পয়েন্ট নিয়ে তালিকায় চার নম্বরে  ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে তিনে উরুগুয়ে। ১৯ পয়েন্ট নিয়ে দুয়ে কলম্বিয়া। তালিকায় শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ২২।

এক নজরে ব্রাজিলের স্কোয়াড: বেন্তো, এডারসন, ওয়েভারটন; দানিলো, ভেন্ডারসন, আবনের, গুইলের্মে আরানা, এডার মিলিতাও, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, মার্কুইনিয়োস, মুরিলো; আন্দ্রে, আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকুয়েতা ও রফিনিয়া; এস্তেভাও, ইগর জেসুস, লুইজ হেনরিক, রদ্রিগো, স্যাভিনিয়ো ও ভিনিসিউস জুনিয়র।

Exit mobile version