চলমান মৌসুমে অবশেষে জয়ের দেখা পেয়েছে অ্যাস্টন ভিলা। ইংলিশ প্রিমিয়ার লিগে এ পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে কোনো জয় পায়নি দলটি। ইএফএল কাপেও একই অবস্থা, জয়হীন। তবে দারুণ সূচনা করেছে ইউরোপা লিগে। প্রতিযোগিতার প্রথম ম্যাচে তারা বোলোনিয়াকে ১-০ গোলে হারিয়েছে। জন ম্যাগিন করেন একমাত্র গোলটি।
অ্যাস্টন ভিলার স্ট্রাইকাররা গোল খরায় ভুগছেন। গোলের দেখা পাচ্ছেন না তারা। ঘরোয়া লিগে এ পর্যন্ত তারা মাত্র দুটো গোলের দেখা পেয়েছে। গত রবিবার অ্যাস্টন ভিলায় সান্ডারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল। সেই ম্যাচে চার পরিবর্তন এনে এ ম্যাচে দল সাজিয়েছিলেন কোচ ইমেরি। দলে ব্যাপক পরিবর্তনে ফল পেতে দেরি হয়নি অ্যাস্টন ভিলার। দ্বাদশ মিনিটে তারা গোল পেয়ে যায়। ম্যাগিন করেন গোলটি। এ গোলের মাঝ দিয়ে এ মৌসুমে প্রথম নিজেদের মাঠে গোলের দেখা পেল তারা।
এ গোল অ্যাস্টন ভিলার খেলোয়াড়দের মধ্যে একটা আত্মবিশ্বাস জম্ম দেয়। যদিও তারা পরে আর কোনো গোল পায়নি তবে একের পর এক আক্রমণ রচনা করেছে।
ইউরোপা লিগের লিগ পর্বে এ পর্যন্ত ১৪টি দল তাদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে প্যানাথিনেইকস।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















