অবশেষে জয়ের দেখা পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন চেলসি। ’জয়’ নামের শব্দটা যেনো তাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিল। টানা পঞ্চম ম্যাচে পয়েন্ট হারানোর পর সোমবার তারা প্রথমবারের মতো পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। নিজেদের মাঠের খেলায় ওলভারহ্যাম্পটনকে ৩-১ গোলে হারিয়েছে।
চেলসির এ জয়ে গোল করেছেন টোসিন আদারাবিয়ো, মার্ক কুকুরেলা ও নোনি মাদুয়েকা। এ জয়ের ফলে ফলে ২২ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে দলটি। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান ১০। ২১ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৫০।
চেলসি আগের টানা পাঁচ ম্যাচে পয়েন্ট হারিয়েছে। দুই ম্যাচে হার, তিন ম্যাচে ড্র। ষষ্ঠ ম্যাচে এসে পেয়েছে জয়ের দেখা। টানা পাঁচ ম্যাচে পয়েন্ট হারানোর কারণে দ্বিতীয় স্থান থেকে তারা চতুর্থ স্থানে নেমে এসেছে।
একের পর এক ম্যাচে পয়েন্ট হারানোর পর চেলসি শিরোপা জয়ের স্বপ্ন অনেকটা ম্লান হয়ে গেছে। তবে তারা চ্যাম্পিয়ন্স লিগের খেলার সম্ভাবনা ধরে রাখতে চায়। সে জন্য ফিরতে চায় জয়ের ধারায়। ওলভারহাম্পটন নিচু সারির দল হলেও চেলসির জন্য ম্যাচটা বেশ কঠিন করে তুলেছিল। টোসিন আদারাবিয়োর গোলে এগিয়ে গেলেও বিরতির সময় ম্যাচ ১-১ গোলে সমতায় ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটের এক ঝড়ে ম্যাচের ফল নিজেদের দিকে টেনে আনে চেলসি। ৬০ মিনিটে মার্ক কুকুরেলা ও নোনি মাদুয়েকা ৬৫ মিনিটে গোল করে দলকে জয় এনে দেন।