ইংলিশ প্রিমিয়ার লিগে অবশেষে জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটি। মৌসুমের শুরুতে দাপট দেখানো দলটি হঠাৎ করে পথ হারিয়েছিল। একের পর এক ম্যাচে পয়েন্ট হারানো দলটি বুধবার রাতে জয়ের দেখা পেয়েছে। নিজেদের মাঠের খেলায় নটিংহাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়েছে। প্রিমিয়ার লিগে টানা চার হারের পর এটা তাদের প্রথম জয়। বের্নার্দো সিলভা,কেভিন ডি ব্রুইন ও জেরেমি ডোকু গোল তিনটি করেন।
নটিংহামের বিপক্ষে এ জয়ে হাফ ছেড়ে বেঁচেছেন কোচ পেপ গুয়ার্দিওলা। সব ধরণের প্রতিযোগিতা মিলে টানা সাত ম্যাচ শেষে জয়ের মুখে দেখেছে মৌসুমের শুরুতে দুর্দান্ত ফর্মে থাকা ম্যানসিটি। একের পর এক হারে তারা শীর্ষ থেকে বর্তমানে নেমে এসেছে চতুর্থ স্থানে। ১৪ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ২৬। ৩৫ পয়েন্ট নিয়ে লিভারপুল শীর্ষে। দুই দলের মাঝে রয়েছে চেলসি ও আর্সেনাল। উভয় দলের পয়েন্ট ২৮।
বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচে পয়েন্ট হারিয়েছে লিভারপুল। অ্যাওয়ে ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছেন তারা।
ম্যানসিটির জয়ের রাতে বড় জয় পেয়েছে চেলসি। ৫-১ গোলে তারা হারিয়েছে সাউদাম্পটনকে। আর আর্সেনাল ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে এটা ম্যানইউয়ের প্রথম হার। আর গত ডিসেম্বরের পর লিগে আমোরিমের এটা প্রথম হার। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ তিনি হারের মুখ দেখেছিলেন।