স্প্যানিশ ফুটবলে অভিষেক ম্যাচেই ঝলক দেখালেন এন্দ্রিক। গত সান্তিয়াগো বের্নাবেউয়ে লা লিগার ম্যাচটি ৩-০ গোলে জিতেছে রিয়াল। ম্যাচে সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
এ দিন ফেদেরিকো ভালভের্দে দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান ব্রাহিম দিয়াস। অতিরিক্ত সময়ে তৃতীয় গোলটি করে রেয়ালের জার্সিতে অভিষেক রাঙান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এন্দ্রিক।
রিয়ালের হয়ে ঘরের মাঠে নিজের প্রথম ম্যাচে অনেক সুযোগ পেলেও গোল পাননি কিলিয়ান এমবাপে। তবে ফরাসি তারকার বদলি নেমে জালের দেখা পান ১৮ বছর বয়সী এন্দ্রিক।