এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তে বা পূর্ব তিমুরকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে অলিম্পিক গোল করে ইতিহাসের পাতায় ঠাই করে নিয়েছেন শান্তি মার্ডি।
ম্যাচে বাংলাদেশ বড় ব্যবধানে জয় পেলেও আলোচনায় এখন শান্তি মার্ডির গোল। কারণ মার্ডি করেছেন অলিম্পিক গোল। যা কিনা তাকে ঠাই করে দিয়েছে ইতিহাসের পাতায়।
স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে অলিম্পিক গোল কি? উত্তর হল, কোন ফুটবলার যদি কর্নার থেকে সরাসরি শটে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দিতে পারেন তবে সেটি অলিম্পিক গোল হিসেবে স্বীকৃতি পায়। এই ম্যাচে সেটিই করে দেখিয়েছেন অনূর্ধ্ব-২০ নারী দলের মিডফিল্ডার শান্তি মার্ডি।

স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











