ফর্মে থাকা অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তুরস্ক। ম্যাচের প্রথম মিনিটিই মেরিহ ডেমিরাল তুরস্ককে এগিয়ে দেন। সৌদি আরবের প্রো-লিগের ক্লাব আল-আহলিতে খেলা এই সেন্টারব্যাকের গোলেই তুরস্ক লিড বাড়ায় ম্যাচের ৫৯তম মিনিটে। ৬৬তম মিনিটে মিচেল গ্রেগরিস্থ একটি গোল শোধ করলে দলের পরাজয় রোধ করতে পারেনি।
জার্মানির লাইপজিগ শহরের লাইপজিগ অ্যারেনায় ম্যাচের ৫৭ সেকেন্ডেই গোল করেন ডেমিরাল। এই গোলের ধাক্কা আর সামলে উঠতে পারেনি অস্ট্রিয়া। অথচ ‘ডি-গ্রুপ’ থেকে ফ্রান্স, নেদারল্যান্ডস ও পোল্যান্ডকে টপকে শীর্ষে থেকে রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নেয়া অস্ট্রিয়া ছিলো এবারের ইউরোতে অন্যতম হট ফেবারিট।
আর এফ গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে দ্বিতীয় রাউন্ড বা রাউন্ড অফ সিক্সেটিনে জায়গা করে নেয়া তুরস্ককে দেখা গেলো এই দারুণ আত্নবিশ্বাসী এক দল। শেষ পর্যন্ত অস্ট্রিয়াকে বিদায় করেই ২০০৮ সালের পর আবারও শেষ আটে জায়গা করে নিলো আলী দায়ীর উত্তরসূরিরা।
বার্লিনে আগামী শনিবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তুরস্ক।