স্বস্তির জয় দিয়ে ইউরো ২০২৪ মিশন শুরু করলো কিলিয়ান এমবাপ্পের দল। ম্যাচের ৩৮তম মিনিটে ম্যাক্সিমিয়ান উবের আত্নঘাতি গোলে করে অস্ট্রিয়াকে পিছিয়ে দেন। সমান তালে লড়েও পরে গোল শোধ করতে পারেনি অস্ট্রিয়া। আবার ফিনিশিংয়ের অভাবে ব্যবধান বাড়াতে পারেনি ফ্রান্সও।
বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত একটায় জার্মানির সবচেয়ে বড় শহর ডুসেলডর্ফে মুখোমুখি হয়েছিলো ফ্রান্স ও অস্ট্রিয়া। ম্যাচের ৮ম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলো ফরাসিরা। কিলিয়ান এমবাপ্পের শট ঝাপিয়ে পড়ে কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক পাত্রিক পেন্স।
খেলার প্রথম ২০ মিনিট ফ্রান্সের আক্রমণের বিপরীতে অস্ট্রিয়াকে খুঁজে পাওয়া যায়নি। ধীরে ধীরে খেলায় ফিরতে শুরু করে মধ্য ইউরোপের দেশটি। ম্যাচের ৩৮ মিনিটে আক্রমলে গিয়ে কিলিয়ান এমবাপ্পে সতীর্থ কারও সহযোগিতা পাননি। এই অবস্থায় গোলবারে এমবাপ্পের নেয়া শট নিজেদের জালেই পাঠি দেন উবের।
এমবাপ্পের পায়ে বল মানেই বিপজ্জনক এক ফুটবলার হয়ে ওঠার গল্প। বিশেষকরে ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার ম্যাচ যারা দেখেছেন তারা নিশ্চয়িই এই রুপটি দেখেছেন। কিন্তু ৫৪ মিনিটে মাঝমাঠ থেকে বাড়ানো বল নিয়ে এমবাপ্পে ডি বক্সে ঢুকে পড়েন। তার সামনে তখন প্রতিপক্ষর গোলরক্ষক একা। অবিশ্বাস্যভাবে বল বাইরে মারেন এমবাপ্পে।
পরে আরও কয়েকবার গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি এমবাপ্পের দল।
ম্যাচের একেবারে শেষ দিকে আক্রমণে গিয়ে প্রতিপক্ষের এক ডিফেন্ডারের সাথে সংঘর্ষে এমবাপ্পে আঘাত পান। প্রাথমিক চিকিৎসা নিয়ে উঠে দাড়ালেও তার নাক দিয়ে রক্ত পড়তে দেখা গেছে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩















