অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ক্রিকেট ক্লাবকে ৫৬ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের শিরোপা জিতলো বাংলাদেশের রংপুর রাইডার্স। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ব্যাট হাতে ঝড় তোলেন সৌম্য সরকার। ১৫৯.২৫ স্ট্রাইক রেটে ৫৪ বলে ৮৬ রান করেন সৌম্য। ফাইনালের পাশাপাশি টুর্নামেন্টেরও সেরা খেলোয়াড় হয়েছেন সৌম্য।
টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামা রংপুর ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে। জবাবে ১৮.১ ওভারে ১২২ রানে অল আউট হয় ভিক্টোরিয়া। অসাধারণ ব্যাটিংয়ের জন্য সৌম্য সরকার ম্যাচ সেরা হয়েছেন। ৮৬ রান করেন তিনি। ফাইনালের সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি টুর্নামেন্টেরও সেরা খেলোয়াড় হয়েছেন সৌম্য।
অন্যরকম এক পরিস্থিতির মধ্যে সৌম্য সরকার এ ম্যাচে মাঠে নেমেছিলেন। জাতীয় দলে রয়েছেন তিনি। তার সঙ্গে রিশাদ হোসেন ও আফিফ হোসেন জাতীয় দলে যোগ দেওয়ার কথা ছিল। ফলে ফাইনাল ম্যাচে তাদের খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। তারা চলে গেলে রংপুরের খেলোয়াড় সঙ্কট দেখা দেয়। এ অবস্থায় রংপুরের হয়ে তারা খেলার সিদ্ধান্ত নেন। আর তাতেই বাজিমাত।
মূলত এ আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের খেলার কথা ছিল। কিন্তু তারা খেলতে না চাওয়ায় রংপুর রাইডার্স এ টুর্নামেন্টে অংশ নেয়। প্রথম দুই ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও তারা জয়ের দেখা পায়নি। তবে ভাগ্য তাদের সহায় ছিল। শেষ দুই ম্যাচ জিতে রান রেটে ফাইনালে উঠে যায় বাংলাদেশের দলটি।
টস জয়ের পর ব্যাট হাতে নেমেই আক্রমণাত্মক ব্যাটিং করে রংপুর। ওপেনার সৌম্য সরকার ও স্টিভেন টেলর প্রথম উইকেট জুটিতে ১২৪ রান করেন। ৪৯ বলে ৬৮ রান করে টেলরের বিদায় রংপুর প্রথম উইকেট হারায়। তার বিদায়ের পর দ্রুত উইকেট হারাতে থাকে রংপুর। এতে নির্ভরযোগ্য সংগ্রহ দাঁড় করাতে শঙ্কায় পড়ে বাংলাদেশের দলটি। কিন্তু সৌম্য সরকারের ব্যাটিং দলকে ১৭৮ রান এনে দেয়। সাতটি চার ও পাঁচ জয়ে তিনি অপরাজিত ৮৬ রান করেন।
১৭৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ভিক্টোরিয়া কখনও রংপুরের জন্য আতঙ্ক হয়ে দেখা দিতে পারেনি। জো ক্লার্কের করা ৪০ রান ছিল ব্যক্তিগত সর্বোচ্চ রান। অন্যদের ব্যর্থতায় ১৮.১ ওভারে তারা ১২২ রানে সব উইকেট হারায়।
সংক্ষিপ্ত স্কোর:
টস : রংপুর রাইডার্স।
রংপুর রাইডার্স: ১৭৮/৩ (২০ ওভার)। (সৌম্য ৮৬, টেলর ৬৮; ড্রেকস ১/২০)।
ভিক্টোরিয়া: ১২২/১০ (ক্লার্ক ৪০; হারমিত ৩/১৯, সাইফ ২/২১, মেহেদি ২/২০, রিশাদ ২/২৬)।
ফল: রংপুর রাইডার্স ৮৬ রানে জয়ী।
ম্যাচ সেরা: সৌম্য সরকার।