ব্রিসবেন টেস্টে ভারতের এখন দুঃশ্চিন্তার নাম ব্যাটিং। যদিও অস্ট্রেলিয়া এখনো অল আউট হয়নি বা ইনিংস ঘোষণাও করেনি কিন্তু তাদের রান ভারতের দুঃশ্চিন্তার জন্য যথেষ্ঠ হয়েছে। অস্ট্রেলিয়া দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হারিয়ে ৪০৫ রান করেছে। ফলে অস্ট্রেলিয়ার জবাবে ভারতীয় ব্যাটারদের এখন ভালো করার কোনো বিকল্প নেই।
ব্রিসবেন টেস্টে প্রথম দিনটি ছিল বৃষ্টির দখলে। ফলে প্রথম দিন স্বল্প সময়ের জন্য খেল হয়েছে। দ্বিতীয় দিনের পুরোটা সময় খেলা হয়েছে। আর সেখানে অস্ট্রেলিয়ার দুই ব্যাটার স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড রাজত্ব করেছেন। তাদের দুই সেঞ্চুরিতে বল হাতে ভারত শুরুতে যে হাসি হেসেছিল তা ম্লান হয়েছে। স্মিথ ১০১ রান করেছেন। ট্রাভিস করেছেন ১৫২ রান।
অস্ট্রেলিয়ার দুই ব্যাটারের হাসির দিনে ভারতের হয়ে হেসেছেন জাসপ্রিত বুমরাহ। পাঁচ উইকেট শিকার করেছেন। অজিদের হারানো ৭ উইকেটের পাঁচটিই নিয়েছেন তিনি। ২৫ ওভারে ৭২ রানে এই পাঁচ উইকেট শিকার তার।
সোমবার ম্যাচের তৃতীয় দিন। এদিন ভারত প্রথম ইনিংসে ব্যাট করার সুযোগ পাবে। ব্যাট হাতে ভালো করতে ব্যর্থ আরো একটা হার তাদের ঘাড়ে চেপে বসতে পারে। আর তা হলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগটা নষ্ট হতে পারে।