রিয়াল মাদ্রিদের অধিনায়ক দানি কারভাহালকে ডাক্তারের ছুরির নিচে যেতেই হচ্ছে। রবিবার বার্সেলোনার বিপক্ষে ম্যাচের পর তার হাঁটুর সমস্যাটি ধরা পড়ে। অস্ত্রোপচার ছাড়া মুক্তি নেই। তাই ৩৩ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডার এখন হাঁটুতে অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন।
রবিবারের ঐ ম্যাচে বদলি হিসেবে ৭২তম মিনিটে মাঠে নামেন কারভাহাল। ম্যাচ শেষে অস্বস্তি অনুভব করলে সোমবার সকালে তাঁর শারীরিক পরীক্ষা করানো হয়।
রিয়াল মাদ্রিদের মেডিকেল টিমের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ’আমাদের অধিনায়ক দানি কারভাহালের ডান হাঁটুতে জয়েন্ট ঢিলা হওয়ার সমস্যা ধরা পড়েছে। তাঁর আর্থ্রোস্কপি (কীহোল সার্জারি) করা হবে।’
বার্সেলোনার বিপক্ষে এই ম্যাচটি ছিল কারভাহালের চোটের পর প্রথম মাঠে ফেরা। গত ২৭ সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৫–২ ব্যবধানে হারের ম্যাচে তিনি পেশির চোটে পড়েছিলেন।
অস্ত্রোপচারের কারণে কতদিন কারভাহাল মাঠের বাইরে থাকবেন সে বিষয়ে কিছু বলা হয়নি। তবে ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, লা লিগা শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ আশা করছে, ২০২৬ সালের শুরুতেই দলে ফিরবেন তাঁদের অধিনায়ক।
