কানাডিান প্রিমিয়ার লিগ, সিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ভ্যাঙ্কুভার এফসি’র মুখোমুখি হচ্ছে শমিত সোমের ক্যাভালরি এফসি। ব্রিটিশ কলম্বিয়ার ল্যাংলিতে ম্যাচটি বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টায় অনুষ্ঠিত হবে।
গত সপ্তাহেই টেলাস কাপের কোয়ার্টার ফাইনালে ভ্যাঙ্কুভার এফসির কাছে হেরেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ক্যাভাররি। শমিত সোমরা বিদায় নিলেও নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নে ভ্যাঙ্কুভার।
টেলাস কাপের সেমিতে জায়গা করে নিলেও লিগ টেবিলে সুবিধাজনক অবস্থায় নেই ভ্যাঙ্কুভার। ৭ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে সবার নীচে অবস্থান করছে তারা, জয়হীন ৮ ম্যাচে। লিগের ১৩ ম্যাচে তাদের জয় মাত্র একটিতে। ড্র করেছে ৪ টি ম্যাচ। বাকি ৮ টি ম্যাচই হেরেছে তারা। সবমিলিয়ে এই সিজনটা একদমই ভালো যাচ্ছে না তাদের।
শমিত সোমের ক্যাভালরি বর্তমানে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে। এই মৌসুমে ১২ লিগ ম্যাচে জয় পেয়েছে ছয়টিতে। আর তিন ড্রয়ের বিপরীতে হেরেছে সমান তিন ম্যাচে।
শীর্ষে থাকা অ্যাটলেটিকো ওটাওয়া থেকে সাত পয়েন্ট পিছিয়ে থাকলেও এক ম্যাচ কম খেলেছে ক্যাভালরি।
সোমবারের ম্যাচের আগে ক্যাভালরির কোচ টমি হুইলডন জুনিয়র জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ভ্যাঙ্কুভারের বিপক্ষে তার দল শুরুতেই গোল হজম করছে। ফলে সে ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসাই মূল লক্ষ্য থাকবে তার।
কানাডিয়ান ফুটবলে ক্যাভালরি ও ভ্যাঙ্কুভারের দ্বৈরথ বেশ জমে উঠেছে। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার মুখোমুখি হচ্ছে তারা। ফলে বিশ্রাম ও খেলোয়াড় বদলের কৌশল হতে পারে ম্যাচ নির্ধারণী। ভ্যাঙ্কুভারের মিডফিল্ডে মেজকুইদার মাঠে উপস্থিতি উল্লেখযোগ্য পার্থক্য গড়ে দেয়। তাকে আটকাতে না পারলে ফের বিপাকে পড়তে পারে ক্যাভালরি।
মঙ্গলবার রাতে পাওয়া ঐতিহাসিক জয়ের পর ভ্যাঙ্কুভার এফসি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। অন্যদিকে, ক্যাভালরি চাইবে দ্রুত ঘুরে দাঁড়িয়ে নিজেদের প্রভাব ফিরিয়ে আনতে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















