আগামী নভেম্বরের ফিফা উইন্ডোতে ইউরোপের দেশ আজারবাইজানের বিপক্ষে ঘরের মাঠে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম।
যদিও বাফুফে সভাপতি তাবিথ আওয়াল আরও বড় পরিকল্পনা করছেন। তিনি চান, নভেম্বরে আজারবাইজানকে নিয়ে ঢাকায় একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করতে। তবে অতিরিক্ত কোনো দল যুক্ত করা না গেলে, আজারবাইজানের বিরুদ্ধেই দুটি প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের মেয়েরা।
বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে বলেন, “আজারবাইজান ঢাকায় আসছে তা নিশ্চিত। যদি আরও একটি দেশ পাওয়া যায় তাহলে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করা হবে। তবে সেটি না হলে আজারবাইজানের বিপক্ষেই দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।”
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফরম্যান্সে আন্তর্জাতিক অঙ্গনে দারুণ দৃষ্টি কেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। দক্ষিণ এশিয়ায় তাদের আধিপত্যের পাশাপাশি প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এশিয়ান কাপের মূল পর্বে। একইসঙ্গে ইতিহাস গড়ে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বেও নিশ্চিত করেছে অংশগ্রহণ।
তাদের এই ধারাবাহিকতায় র্যাঙ্কিংয়েও এসেছে বড় অগ্রগতি। ফিফার সর্বশেষ তালিকায় ২৪ ধাপ এগিয়ে এখন বাংলাদেশের অবস্থান ১০৪ নম্বরে। অন্যদিকে ইউরোপের দেশ আজারবাইজানের র্যাঙ্কিং ৭৪। কাগজে-কলমে ব্যবধান থাকলেও, বাংলাদেশ অতীতেই প্রমাণ করেছে র্যাঙ্কিং সবসময় খেলার মাঠে প্রতিফলিত হয় না।
এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা মিয়ানমারকে পাত্তাই দেয়নি আফঈদা-ঋতুপর্ণারা। তবে আজারবাইজানের সঙ্গে লড়াই হবে আরও কঠিন। কারণ ইউরোপের ফুটবলের ধরণ দক্ষিণ এশিয়ার চেয়ে ভিন্ন। তবুও বাংলাদেশ মাঠে নামবে জয়ের লক্ষ্য নিয়েই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















