আগেই নিশ্চিত হওয়া গেছে ইনজুরির কারণে মেসি আগামী কয়েকটা ম্যাচ খেলতে পারবেন না। তারই ধারাবাহিকতায় বুধবার রাতে অনুষ্ঠেয় পুমাস ইউনামের বিপক্ষে খেলছেন না আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। তবে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাশচেরানোর বিশ্বাস ইনজুরির কারণে খুব বেশি দিন মেসিকে মাঠের বাইরে থাকতে হবে না।
গত শনিবার লিগস কাপে খেলার সময় ম্যাচের শুরুতে আহত হয়ে মাঠ ছাড়েন মেসি। শুরুতে তার আঘাত ভয়াবহ মনে করা হলেও পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা শেষ জানা যায়, মেসির ইনজুরি তেমন একটা মারাত্মক নয়। তবে বেশ কয়েকদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে।
মেসির ইনজুরি সম্পর্কে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মাশচেরানো বলেন, আমি মেসির সঙ্গে কথা বলেছি। তার ইনজুরির বিষয়ে ক্লাব একটা বিবৃতি দিয়েছে। সেখানে জানানো হয়েছে, এটা মারাত্মক ধরণের কোনো আঘাত নয়। এটা খারাপ সংবাদের মাঝে একটা ভালো সংবাদ। তবে কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে বা কতদিন পর তিনি মাঠে ফিরবেন তা এখনই চূড়ান্ত করে কিছু বলতে চাই না। দ্রুত তার অবস্থার উন্নতি হচ্ছে। তবে এটা নিশ্চিত যে, ইউনামের বিপক্ষে তাকে মাঠে পাওয়া যাবে না।
ইউনামের বিপক্ষে আজকের ম্যাচের পর আগামী রোববার মেজর সকার লিগে অরলান্ডো সিটির বিপক্ষে মাঠে নামবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















